Russia : যুদ্ধের বাতাবরণ, দূতাবাস খালি করার নির্দেশ আমেরিকার

দূতাবাস খালি করে দেওয়ার নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের। যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে রাশিয়া (Russia)। এমন আশঙ্কা থেকে ইউক্রেন (Ukraine) থেকে দূতাবাস খালি করার নির্দেশ…

Russia-Ukraine Crisis

দূতাবাস খালি করে দেওয়ার নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের। যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে রাশিয়া (Russia)। এমন আশঙ্কা থেকে ইউক্রেন (Ukraine) থেকে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা (America)।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশ মার্কিন দূতাবাস, কিয়েভ, রাশিয়া থেকে অবিলম্বে ফিরে আসার চেষ্টা করুন। রাশিয়ার সেনা আগ্রাসান ক্রমে ভয়ের পরিবেশ তৈরি করেছে। রাশিয়া অধিকৃত ক্রিমিয়া, ইউক্রেনের পূর্ব অংশ (রাশিয়ার দখলে) চিন্তার কারণ। সেখানকার নিরাপত্তা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আরও খারাপ হতে পারে পরিস্থিতি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসের জন্য বিশেষ নির্দেশ। ইউক্রেনের দিকে কেউ যাবেন না। রাশিয়ান সেনা ক্রমাগত যুদ্ধের বাতাবরণের জন্ম দিয়েছে। সেই সঙ্গে করোনা অতিমারি বৃদ্ধির আশংকা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের কিছু অংশে আইনশৃংখলে অবনতি ডেকে এনেছে। ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক-এ যাত্রার ক্ষেত্রে সতর্কতা জারি করা হচ্ছে।’

ইউক্রেন-রাশিয়ার চাপানউতোরে আগেই নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছিল আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘যুদ্ধ হলে রাশিয়াকেও ফল ভোগ করতে হবে। ছেড়ে কথা বলবে না আমেরিকা।’ বাইডেনের হুশিয়ার বাণীকে ভ্লাদিমির পুতিন বিশেষ লাত্তা দেননি বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার মাঝে চলছে সেনার ভারি বুটের পদচারণ।