গোল করলেন ডেভিড (David Lalhlansanga)। এবার আই লীগে। পিছিয়ে ছিল দল। চাপের মুখে গোল করে দলের মুখ রক্ষা করলেন তরুণ স্ট্রাইকার।
চলতি আই লীগের প্রথম ম্যাচের মতো শুক্রবারের ম্যাচেও প্রথম একাদশে ডেভিডকে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন আন্দ্রে চেরনিশেব। পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল করেন তিনি। নৈহাটি স্টেডিয়ামে এদিন শিলং লাজংয়ের বিরুদ্ধে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা ছিল। বিরতির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল করে ম্যাচে এগিয়ে গিয়েছিল শিলং লাজংয়। লিড এনে দিয়েছিলেন মিকি।
ঘরের মাঠে পয়েন্ট হারাতে চাননি সাদা কালো কোচ। বিরতির পর আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মহামেডান স্পোর্টিং ক্লাবকে। খেলায় গতি বাড়ানোর চেষ্টা করে ক্লাব। পুরোপুরি না হলেও কিছুটা কাজ হয়েছে তাতে। অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠে ছাড়তে পেরেছে ক্লাব। লাজংয়ের দল এবার খুব একটা জমাটি হয়নি। মহামেডানের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট প্রাপ্তি তাদের কাছে বাড়তি পাওনা।
প্রিয় দলের খেলা দেখার জন্য এদিন সন্ধ্যায় নৈহাটিতে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দল জিতেছিল। আইজলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল মহামেডান। দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্ট চার। আগামী ৭ নভেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ট্রাউ এফসির বিরুদ্ধে।