IPL -এর আগে চিন্তা বাড়ল ধোনির চেন্নাই সুপার কিংসে

বুড়ো আঙুলের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট না করতে পারার…

IPL

বুড়ো আঙুলের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট না করতে পারার পর তৃতীয় টি-টোয়েন্টি থেকেও ছিটকে যান কনওয়ে। তাঁর বুড়ো আঙুল স্ক্যান করা হয়েছিল। ফ্র্যাকচার ধরা না পড়লেও, সতর্কতা হিসাবে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) কনওয়ে খেলেন এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে।

আগামী ৮ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে কনওয়েকে পাওয়া যাবে কি না তা-ও স্পষ্ট নয়। ডেভন কনওয়ের পরিবর্তে দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড কনওয়ের চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইতিপূর্বে।

“গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেভনের আউট হওয়াটা হতাশ হওয়ার মতো বিষয়। ও আমাদের হয়ে টপ অর্ডারের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি জানি ডেভন সত্যিই এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছে। তবে হেনরির মতো মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকতে পেরে ভালো লাগছে। হেনরির টেস্ট খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। আমাদের ব্যাটিং অর্ডারে এখনও অনেক জায়গা রয়েছে।”

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলকে সুযোগ দিতে পারে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়া রবীন্দ্র এখন সুস্থ হয়ে উঠেছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পরে টেস্টে নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখতে চাইবেন। এদিকে, গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়া অলরাউন্ডার মিচেল মাঠে ফিরতে চলেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

প্রথম টেস্টের নিউজিল্যান্ড স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ম্যাট হেনরি, স্কট কুগেলেইন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।