টানা ১ মাস ধরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নির্মাণ শ্রমিক

রায়গঞ্জ: আলাপ হয়েছিল ফেসবুকে৷ এরপর বাড়তে থাকে কথাবার্তা৷ জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে৷ দুজনে দেখা করবে বলে ঠিক করে৷ সেই মতো দেখাও করে৷ তখনই ওই কিশোরীকে…

Hanskhali case

রায়গঞ্জ: আলাপ হয়েছিল ফেসবুকে৷ এরপর বাড়তে থাকে কথাবার্তা৷ জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে৷ দুজনে দেখা করবে বলে ঠিক করে৷ সেই মতো দেখাও করে৷ তখনই ওই কিশোরীকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় যুবক৷ সেখানে প্রায় এক বন্দি করে রাখে তাকে৷ টানা একমাস ধরে চলে নির্যাতন৷ কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷

জানা গিয়েছে, নিজের পরিচয় গোপন করে রায়গঞ্জের কিশোরীকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দিল্লিতে কর্মরত এক নির্মাণ শ্রমিক৷ ওই যুবক নিজেকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়৷ কিছু কথা বলার পর কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক৷ তাতে রাজিও হয়ে যায় কিশোরী৷ দুর্বলতার সুযোগ নিয়ে কিশোরীকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই নির্মাণ শ্রমিক৷

প্রেমে অন্ধ ওই কিশোরী প্রস্তাব মেনে নেয়৷ এরপরই তাকে নিয়ে রওনা হয় অভিযুক্ত৷ কিন্তু রায়গঞ্জ থেকে ওই কিশোরীকে পশ্চিম মেদিনীপুরের খেজুরিতে নিজের বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগ৷ প্রায় ১ মাস গৃহবন্দি থাকার সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ পাশাপাশি চলতে থাকে নির্যাতন৷

কিশোরীর খোঁজ না পেয়ে তার পরিবার অপহরণের অভিযোগ দায়ের করে৷ পুলিশ তদন্তে নেমে খেজুরি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে৷ উদ্ধার করা হয় ওই কিশোরীকে৷ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার৷ ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ৷