Cristiano Ronaldo: চার দিনে দু’বার হ্যাটট্রিক রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo Hat-Trick) চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রি। সৌদি প্রো লিগের প্রতিপক্ষ আবহাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। প্রথমার্ধেই টেবিলের তলানিতে থাকা…

Cristiano Ronaldo Hat-Trick

short-samachar

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo Hat-Trick) চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রি। সৌদি প্রো লিগের প্রতিপক্ষ আবহাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। প্রথমার্ধেই টেবিলের তলানিতে থাকা প্রতিপক্ষের বিপক্ষে গোল তিনটি করেন রোনাল্ডোর।

   

শনিবার আল তাইকে ৫-১ গোলে বিধ্বস্ত করা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর আবহার বিরুদ্ধে চার দিনে দ্বিতীয় হ্যাটট্রিক। লিভারপুলের প্রকাতন ফরোয়ার্ড সাদিও মানে ও আবদুলমাজিদ আল-সুলাইহিমের গোলে বিরতিতে আল নাসর ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল আবহার বিরুদ্ধে।

T20 World Cup: টি২০ বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস

চলতি মরসুমে এটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তৃতীয় হ্যাটট্রিক। ২৯ গোল নিয়ে লিগে শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা। মঙ্গলবার রোনাল্ডোর প্রথম দুই গোল এসেছে ফ্রি-কিক থেকে। ম্যাচের ১১ মিনিটের মাথায় সেন্ট্রাল পজিশন থেকে নিচু শটে গোলের খাতা খোলেন তিনি। দ্বিতীয়টি আসে ১০ মিনিট পর।

এরপর রোনাল্ডো সাদিও মানেকে আল-নাসরের তৃতীয় গোলের ক্ষেত্রে সহায়তা করেন। বাঁ দিক থেকে লিভারপুলের প্রক্তন ফরোয়ার্ডকে গোল করার সুযোগ করে দিয়েছিলেন রোনাল্ডো।

IPL 2024: পার্পল ক্যাপের দৌড়ে ‘স্পিড মার্চেন্ট’ মায়াঙ্ক যাদব

বিরতির তিন মিনিট আগে বাইরে থেকে দারুণ এক চিপে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। বিরতির পর আল নাসর লক্ষ্যভ্রষ্ট হলেও তাঁকে তুলে নেওয়া হয়। বিরতির পরপরই গোল করেন সৌদি আরবের আন্তর্জাতিক আব্দুলরহমান ঘারিব এবং বদলি খেলোয়াড় আবদুলআজিজ আল-আলিওয়া। এই জয়ের পরও আল হিলালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর।