Cricket News: ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি প্রকাশ দুই বোর্ডের

Cricket News: বিসিসিআই এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচী নিশ্চিত করেছে যা আসন্ন ডিসেম্বর এবং জানুয়ারিতেই হওয়ার কথা।

India vs South Africa

Cricket News: বিসিসিআই এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচী নিশ্চিত করেছে যা আসন্ন ডিসেম্বর এবং জানুয়ারিতেই হওয়ার কথা। জানানো হয়েছে যে, সফরটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে। তারপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরে গান্ধী-ম্যান্ডেলা ট্রফির স্বাধীনতা সিরিজের অন্তর্ভুক্ত দুটি টেস্টে মাধ্যমে শেষ হবে।

টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর থেকে। ডারবান, গেবেরহা এবং জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১২ এবং ১৪ই ডিসেম্বরের টি-২০ ম্যাচগুলি। ১৭ এবং ১৯এ ডিসেম্বরের ওডিআই ম্যাচগুলিও খেলা হবে জোহানেসবার্গ এবং গকেবেরহাতে। তবে, তৃতীয়টি অর্থাৎ ২১ ডিসেম্বরে ওডিআইটি পার্লে অনুষ্ঠিত হবে।

এর পর সেঞ্চুরিয়ন ও কেপটাউনে যথাক্রমে ২৬-৩০ ডিসেম্বর এবং ৩-৭ জানুয়ারি দুটি টেস্ট খেলে সমাপ্তি হবে সফরের। শেষবার ২০২১-২২এ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছিল ভারত। ১-২তে হেরেও যায় ভারত। এর পরই পর অপ্রত্যাশিতভাবে অধিনায়কের পদ ছেড়ে দেন বিরাট কোহলি। নেতৃত্বের ভার পান রোহিত শর্মা।