IPL: লখনউ সুপার জায়েন্টস শিবিরে এবার জাস্টিন ল্যাঙ্গার

IPL: লখনউ সুপার জায়েন্টেসে (Lucknow Super Giants) এবার আসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তেই তাঁকে আনা হচ্ছে দলে।

Justin Langer

IPL: লখনউ সুপার জায়েন্টেসে (Lucknow Super Giants) এবার আসতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার। হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তেই তাঁকে আনা হচ্ছে দলে। দলে এ হেন পরিবর্তনের ফলে অনিশ্চিত মেন্টর গৌতম গম্ভীরের জায়গাও।

এক বিবৃতিতে এলএসজি জানায়, কিংবদন্তি প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং দলের প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারকে তাদের দলের প্রধান কোচ নিযুক্ত করেছে লখনউ সুপার জায়ান্টস। অ্যান্ডি ফ্লাওয়ারের দুই বছরের চুক্তি শেষ হওয়ার সাথে সাথে লখনউ সুপারজায়েন্টস অ্যান্ডি ফ্লাওয়ারকে তাকর অবদানের জন্য ধন্যবাদ জানায়।

কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ ল্যাঙ্গার। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক দলের প্রধান কোচ ছিলেন তিনি। ২০১৮ সালে প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেন। অ্যাশেজে ৪-০ তে হারান ইংরেজদের, প্রথমবারের মতো জেতেন টি২০ বিশ্বকাপ ২০২১ সালে। এছাড়াও লিগ ক্রিকেটে বিগ ব্যাশ লিগে তিন বার জেতে তাঁর দল পার্থ স্কর্চার্স।