East Bengal : কবে থেকে মাঠে নামবেন ক্রেসপো? উঠে আসল নয়া তথ্য

এবারের আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo)। তারপর থেকে টানা‌ তিন…

East Bengal Prevails Over Jamshedpur FC in Thrilling Final

এবারের আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo)। তারপর থেকে টানা‌ তিন ম্যাচ মাঠের বাইরে। যার প্রভাব দেখা দিয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal ) মাঝমাঠে। গত নর্থইস্ট ম্যাচে একেবারে তথৈবচ অবস্থা ছিল কলকাতা ময়দানের এই প্রধানের। তার সুযোগ নিয়েই নিজেদের ঘরের মাঠে ঘনঘন আক্রমণে উঠে আসে টম জুরিকরা। সেখান থেকেই শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে লাল-হলুদ ব্রিগেডকে পরাজিত করে এই ফুটবল ক্লাব। এই ধাক্কা সামলে ওঠার আগেই ফের পরাজয়। এবার তাদের পরাজিত হতে হয় পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে। যা অনেকটাই পিছনে ফেলে দেয় মশাল ব্রিগেডকে। 

এবারের এই আইএসএলে নিজেদের টিকিয়ে রাখতে হলে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় পেতেই‌ হত লাল-হলুদ ব্রিগেডকে। বহু কষ্টের পর সেই ম্যাচ জিততে সক্ষম হয় কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। এক্ষেত্রে একমাত্র গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। বলতে গেলে তার গোলের দরুন নিজেদের পুরোনো ছন্দ ফিরে পায় ইস্টবেঙ্গল ক্লাব।

তবে এই পারফরম্যান্স ধরে যে শেষ ছয়ের লড়াইয়ে টিকে থাকা যথেষ্ট মুশকিল, তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।‌ তাই আগামী ম্যাচ গুলির জন্য নিজেদের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে চাইছেন দলের হেডকোচ। স্প্যানিশ মিডিও ভেক্টর ভাসকুয়েজের দিকে এখন থেকে সবার নজর থাকলেও অতি অল্প সময়ের মধ্যে ম্যাচফিট হয়ে নিজের সেরাটা দিতে আরো কিছুটা অপেক্ষা করতে হবে সকলকে। 

এসবের মাঝেই আজ তিলোত্তমায় পা রাখছেন সাউল ক্রেসপো।‌ চোটের কারনে স্পেনে উড়ে গেলেও এবার ফিরতে চলেছেন ভারতে। তবে এখনি মাঠে নয়। ভারতে এসে আরো একবার এমআরআই করাবেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরেই জামশেদপুর ম্যাচের দিন থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন ক্রেসপো। এরপর, কোচের নির্দেশ থাকলে আসন্ন চেন্নাইন এফসি ম্যাচ থেকেই দলের জার্সিতে মাঠে নামতে পারেন এবারের সুপার কাপ জয়ের অন্যতম নায়ক।

এখন তার মাঠে ফেরার দিকেই তাকিয়ে সকলে। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এই স্প্যানিশ মিড জানিয়েছিলেন,‌ দলের জার্সিতে মাঠে ফিরতে যথেষ্ট মুখিয়ে আছি। আশাকরি ম্যাচফিট হয়ে খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দিতে পারবো।