Cricket Controversy: ২৭ বোতল মদ নিয়ে বিমানবন্দরে অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল

Cricket Controversy: ভারতে ক্রিকেটের উন্মাদনা বেশি। বিশ্বের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল হলেও ভারতের প্রিয় খেলা ক্রিকেট। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ফ্যান ফলোয়িংও অনেক বেশি। ক্রিকেটাররা তাদের…

Saurashtra U23 cricket team caught with liquor bottles

Cricket Controversy: ভারতে ক্রিকেটের উন্মাদনা বেশি। বিশ্বের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল হলেও ভারতের প্রিয় খেলা ক্রিকেট। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ফ্যান ফলোয়িংও অনেক বেশি। ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের শিহরিত করলেও মাঝে মাঝে কিছু খেলোয়াড় এমন কাজ করেন যা পুরো খেলাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই ধরনের ঘটনা ফের প্রকাশ্যে এসেছে। একটি ক্রিকেট দলের কাছ থেকে ২৭ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

একটি দল ২৭ বোতল মদ নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিল, কিন্তু চেকিংয়ের সময় তা ধরা পড়ে। এখন পুরো টিমের ওপর বড় পদক্ষেপ নেওয়া যাবে। যে দল থেকে এত মদের বোতল উদ্ধার হয়েছে তার নাম সৌরাষ্ট্র। ভারতের অনূর্ধ্ব-২৩ দল সৌরাষ্ট্র চণ্ডীগড় থেকে গুজরাট পর্যন্ত এত বিপুল পরিমাণ মদের বোতল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।

কিন্তু বিমানবন্দরে তল্লাশি চালাতে গিয়ে সব বোতল চোখে পড়েছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীও তা দেখে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে সব বোতল বাজেয়াপ্ত করা হয়। এখন বলা হচ্ছে, খেলোয়াড়দের বিরুদ্ধেও বড় ব্যবস্থা নেওয়া হতে পারে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই ঘটনার নিন্দা করে লজ্জাজনক বলে অভিহিত করেছে।

অ্যাসোসিয়েশন বলছে, কোনো খেলোয়াড় এই অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক সপ্তাহ ধরে চণ্ডীগড়ে ছিল সৌরাষ্ট্র দল। ২৪ জানুয়ারি সিকে নাইডু ট্রফি খেলতে চণ্ডীগড়ে পৌঁছয় সৌরাষ্ট্র। এদিন প্রতিপক্ষ দলকে ৯ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় সৌরাষ্ট্র। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ওপর কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার বিষয়।