Mohun Bagan: কার বদলে দলে আসতে পারেন কোস্টা পেট্রাতোস? জানুন

এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগে টানা তিন ম্যাচে জয়ের পাশাপাশি এই আন্তর্জাতিক টুর্নামেন্টেও টানা জয়ের…

Kosta Petratos

এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপেও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগে টানা তিন ম্যাচে জয়ের পাশাপাশি এই আন্তর্জাতিক টুর্নামেন্টেও টানা জয়ের মধ্যে রয়েছে কলকাতার এই প্রধান। মাচিন্দ্রা এফসি থেকে শুরু করে পরবর্তীতে ঢাকা আবহনীকে হারিয়ে এই ফুটবল টুর্নামেন্টের মূল গ্রুপ পর্বে স্থান করে নেয় সবুজ-মেরুন।

সেখানেও বজায় থাকে সেই একই ট্রেন্ড। সেখানে প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। এরফলে, আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে যায় বাগান শিবির। সেই বিশ্বাস নিয়েই কিছুদিন আগে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া ক্লাবকে পরাজিত করে শুভাশিসরা।

এবার সেই আত্মবিশ্বাস নিয়েই পরবর্তী ম্যাচ খেলতে নামতে চায় ময়দানের এই প্রধান। সেই মর্মে গত কয়েকদিন ধরে অনুশীলন চালাচ্ছে গোটা দল। আগামী ২৪শে অক্টোবর তাদের খেলতে হবে বাংলাদেশের আরেক শক্তিশালী দল বসুন্ধরা দলের বিপক্ষে। পূর্বে এটি যুবভারতীতে হওয়ার কথা থাকলেও বঙ্গে সেই সময় বিজয়ার পরিবেশ থাকায় ম্যাচ স্থানান্তরিত করা হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। সেই ম্যাচে জয় পাওয়ার জন্য নিজের প্রত্যেকটি অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন ফেরেন্দো। সেখানেই গত কয়েকদিন আগে ট্রায়ালে আসেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোসের দুই ভাই। কোস্টা পেট্রাতোস ও মাকু পেট্রাতোস। তাদের অনুশীলন ও যথেষ্ট নজর কাড়ছে কোচের।

তাই সব ঠিকঠাক থাকলে বাগান দলের জার্সিতে ম্যাচ খেলতে দেখা যেতে পারে কোস্টাকে। কিন্তু কার পরিবর্তে তাকে নামাতে পারেন ফেরেন্দো? তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে দেখতে গেলে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন কোস্টা পেট্রাতোস। তাই এক্ষেত্রে তাকে নামাতে হলে রিজার্ভ বেঞ্চে আসতে হতে পারে মরোক্কান তারকা হুগো বুমোসকে। তবে বুমোসের মতো অভিজ্ঞ ফুটবলারকে আদৌ বসানোর কথা ভাববেন কিনা সেই নিয়েও রয়েছে সংশয়। তবে পুরোটাই এখন আলোচনা সাপেক্ষ।