IPL: চ্যাম্পিয়ন হওয়ার সব রসদই রয়েছে দিল্লির অস্ত্র ভাণ্ডারে

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।…

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং বিচার করা যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। থাকল আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি না পাওয়া দিল্লি ক্যাপিটালস-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

   

ভারতীয় ব্রিগেড: ঋষভ পন্থ, পৃথ্বী শ, যশ ধুল, মনদীপ সিং, অক্ষর প্যাটেল, সরফরাজ খান, কমলেশ নাগারকোটি, ভিকি ওস্তয়াল, কে এস ভরত, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, ললিত যাদব, প্রভীন দুবে, অশ্বিন হেব্বার।

বিদেশি ব্রিগেড: ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, টিম শেইফার্ট, মুস্তাফিজুর রহমান, আনরিখ নর্তজে, লুঙ্গি এনগিদি।

সাফল্যের খতিয়ান: ২০২০ সালের রানার্স আপ। ১৪বারের আইপিএলে এটাই দিল্লি ফ্র্যাঞ্চাইজির সবথেকে বেশি সাফল্য। গতবার লিগ পর্বের শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছলেও বেশি দূর এগোতে পারেনি ক্যাপিটালসরা।

শক্তি: ধারে-ভারে এবারের আসরে অন্যতম সেরা দল। সব বিভাগেই উন্নতমানের পর্যাপ্ত ক্রিকেটার মজুত রয়েছে দিল্লির অস্ত্র ভাণ্ডারে। ধাওয়ানের পরিবর্তে ওয়ার্নার বা শ্রেয়সের বদলে মার্শকে নিলামে টেনে দারুণ ভাবে দল গুছিয়েছে ক্যাপিটালস শিবির। সেইসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের দুই তরুণ তুর্কি ভিকি ও যশ এই টুর্নামেন্টে বিশ্বের সামনে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে মুখিয়ে থাকবেন। ব্যাটিং থেকে শুরু করে পেস বা স্পিন বিভাগ, সবক্ষেত্রেই বিকল্প রয়েছে দিল্লির হাতে।

দুর্বলতা: পৃথ্বীর ধারাবাহিকতার অভাব ভোগাতে পারে দিল্লিকে। পাশাপাশি গত আইপিএলের ওয়ার্নার যে ফর্মে ছিলেন, তাও ভাবাচ্ছে রাজধানীর শিবিরকে। কুলদীপ দীর্ঘদিন ধরে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। ফলে অক্ষর ছাড়া স্পিন বিভাগে ভরসা করার মতো কেউ নেই। পেস বিভাগে খলিল, নাগারকোটিদেরও ধারাবাহিকতার অভাব রয়েছে। সবথেকে বড় বিষয়, অধিনায়ক হিসাবে পন্থ কিন্তু এখনও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি।

নজরে যাঁরা

ডেভিড ওয়ার্নার: ইনিংস শুরুর দায়িত্ব থাকবে অস্ট্রেলিয়ার এই বাঁহাতির ওপরেই। গতবারের অফফর্ম ভুলে তিনি দ্রুত ছন্দে ফিরবেন বলেই আশা করছেন দিল্লির সমর্থকরা। ওয়ার্নারের ফর্ম দিল্লির সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে চলেছে।

পৃথ্বী শ: দারুণ সারা জাগিয়ে কেরিয়ার শুরু করলেও, নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন পৃথ্বী। তার প্রধান কারণ হল ধারাবাহিকতা। ধীরে ধীরে মানসিক ভাবে অনেক পরিণত হচ্ছেন তিনি। ফলে তাঁর ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দিল্লির ভক্তকুল।

তরুণ ব্রিগেড: এমনিতেই ক্যাপিটালস শিবির তারুণ্যে বিশ্বাসী। দলগঠনই তার সবথেকে বড় প্রমাণ। একমাত্র ওয়ার্নার ছাড়া আরও কোনও ক্রিকেটারের বয়স ৩০-এর বেশি নয়। তবে বিশ্বকাপ জেতা ভিকি ও যশকে নিলামে তুলে নিয়ে চমক দিয়েছে রিকি পন্টিংয়ের দল। এই দুই তরুণ কিন্তু আইপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে মুখিয়ে থাকবেন।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, কে এস ভরত/রভম্যান পাওয়েল, ঋষভ পন্থ, সরফরাজ খান/রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ, চেতন সাকারিয়া।