যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে রবিবার কোপা আমেরিকায় (Copa America 2024) ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা (Ecuador vs Venezuela)। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ‘বি’ গ্রুপে নিজেদের অভিযান শুরু করেছে ভেনেজুয়েলা। এই দু’টি গোলই করেছেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ফুটবলাররা।
জালে বল জড়াতেই ছুটে এলেন Sony Norde
ম্যাচের ২২ মিনিটে লাল কার্ড দেখেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের বাকি সময় দশজনে খেলেছিল দল। দশজন হয়ে যাওয়ার পর গোল তুলে নিয়েছিলে ইকুয়েডর। পিছনে ফেলে দিয়েছিল ভেনেজুয়েলাকে।
২২তম মিনিটে ভেনেজুয়েলার ডিফেন্ডার হোসে মার্টিনেজকে বিপজ্জনকঅভাব চ্যালেঞ্জ করায় রেফারি ইকুয়েডর স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়াকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। ভিএআর দেখার পর রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন। এরপর ম্যাচের ৪০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জেরেমি সারমিয়েন্তোর গোলে লিড নেয় লা ত্রি।
Heroica remontada de Venezuela 👊 pic.twitter.com/4kG5VpTgpA
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) June 23, 2024
CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর ‘বন্ধু’
হাফ টাইমের পর ভেনেজুয়েলার কোচ ফার্নান্দো বাতিস্তা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিছু করেন। এই পরিবর্তনগুলো বদলে দে দলের খেলা। ব্যাক টু ব্যাক গোল পায় ভেনেজুয়েলা। ৬৩ মিনিটে কাদিজ সমতাসূচক গোলটি করেন। স্কোরলাইন ১-১ হওয়ার দশ মিনিট পর জয়সূচক গোলটি করেন বেলো। ৭৪ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করে ভেনেজুয়েলার জয় নিশ্চিত করেন এডুয়ার্ড বেলো।