HomeSports NewsCopa America 2024: চূড়ান্ত হল আর্জন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ

Copa America 2024: চূড়ান্ত হল আর্জন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ

- Advertisement -

কোপা আমেরিকা ২০২৪ (Copa America 2024)-এ চূড়ান্ত হল আর্জেন্টিনার প্রতিপক্ষ। ইতিহাস গড়ল কানাডা। ভেনেজুয়েলাকে হারিয়ে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা (Venezuela vs Canada)। পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে হয়েছে ম্যাচের নিস্পত্তি।

France vs Portugal: পেপের চোখে জল, জড়িয়ে ধরলেন রোনালদো

   

আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে চলেছিল ভেনেজুয়েলা বনাম কানাডা ম্যাচ। দুই দলই শুরু থেকে গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল। বল হোল্ড করে খেলার পরিবর্তে ডিরেক্ট ফুটবলের পথ বেছে নিয়েছিল দুই দল। সরাসরি আক্রমণমুখী বল বাড়িয়ে দেওয়ার পাশাপাশি লং বল নির্ভর ফুটবল খেলা শুরু করেছিল ভেনেজুয়েলা। তুলনায় কানাডা বল মাটিতে রেখে খেলার চেষ্টা করেছিল। ভেনেজুয়েলার বদলে কানাডার আক্রমণে ঝাঁঝ ছিল অনেক বেশি। ভেনেজুয়েলার বক্সে একাধিকবার হানা দিয়েছিলেন কানাডার ফুটবলাররা।

লাগাতার আক্রমণের মধ্যে দ্রুত গোল তুলে নেয় কানাডা। ১৩ মিনিটের মাথায় এক গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা। পরিসংখ্যানের বিচারে দুই দলই খেলেছে তুল্যমূল্য ম্যাচ। বল পজিশন থেকে শট নেওয়া, প্রায় প্রতি ক্ষেত্রে উনিশ বিশের পার্থক্য। গোটা ম্যাচ জুড়ে হয়েছে কুড়িটি ফাউল। একাধিকবার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। দুই দলের ফুটবলারদের মধ্যে বেড়েছিল উত্তাপ। চেইপ পড়ে দূর থেকে একাধিক শট নিয়ে শুরু করেছিল ভেনেজুয়েলা।

IND vs ZIM: টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের ভয়ে কাঁটা প্রতিপক্ষ!

বিরতির আগে পর্যন্ত এগিয়ে ছিল কানাডা। দ্বিতীয়ার্ধ্বে সমতায় ফেরে ভেনেজুয়েলা। নির্ধারিত সময় পর্যন্ত খেলার স্কোর ছিল ১-১। এরপর পেনাল্টি শ্যুট আউটে খেলার নিষ্পত্তি হয়। পেনাল্টিতে ভেনেজুয়েলাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে কানাডা। আগামী ১০ জুলাই আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যে হবে স্মেইফাইনাল ম্যাচ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular