AIFF-এর তালিবানি ফতোয়া ঘিরে বিতর্ক

AIFF চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় রেফারিদের প্রশিক্ষণের জন্য AFC বিচ সকার রেফারি টিম ভারতে আসবে। এর আগে এই টুর্নামেন্টে ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে নজিরবিহীন সিদ্ধান্তের পথে হেটেছে…

aiff kalyan chaubey

AIFF চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় রেফারিদের প্রশিক্ষণের জন্য AFC বিচ সকার রেফারি টিম ভারতে আসবে। এর আগে এই টুর্নামেন্টে ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে নজিরবিহীন সিদ্ধান্তের পথে হেটেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

AIFF জানিয়েছে যে, সন্তোষ ট্রফি,ইন্ডিয়ান সুপার লিগ এবং আইলিগের মতো পেশাদার টুর্নামেন্টের জন্য রেজিস্টার খেলোয়াড়দের বিচ সকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। ফেডারেশনের এমন সিদ্ধান্তকে তালিবানি ফতোয়া হিসেবে দেখছে দেশের ক্রীড়া মহল।

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জনপ্রিয় হওয়ায় আখেরে লক্ষীশ্রী চেহারা পেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(BCCI)। তাহলে AIFF কোন যুক্তিতে ফুটবলের ক্ষুদ্র সংস্করণ বিচ সকারের পথে কাটা বিছিয়ে দিয়েছে,এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত,জাতীয় বিচ সকার চ্যাম্পিয়নশিপ উদ্বোধন হবে সুরাটে।