AIFF: ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘিরে বিতর্ক

চব্বিশ ঘন্টাও হয়নি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ভোটাভুটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। এরই মধ্যে ফেডারেশনের গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভোটারদের প্রভাবিত…

চব্বিশ ঘন্টাও হয়নি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ভোটাভুটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। এরই মধ্যে ফেডারেশনের গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভোটারদের প্রভাবিত করার বিতর্কে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে।

গত শুক্রবার, AIFF’র ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার একজন প্রাক্তন ফুটবলার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে।৩৩ টি রাজ্য ফুটবল সংস্থা কল্যাণ চৌবেকে ভোট দিয়েছে৷ ভোট গণণার সময়ে জানা যায় প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া ৩৩ ভোটে পিছিয়ে। হরিয়ানা রাজ্য ফুটবল এসোসিয়েশনের ভোট পেয়েছেন ফেডারেশনের প্রেসিডেন্ট পদের আর এক প্রার্থী ভারতীয় ফুটবলের আইকন প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাজস্থান ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবং কংগ্রেস নেতা মানবেন্দ্র সিং’র অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু AIFF নির্বাচনের ফলাফলকে “প্রভাবিত” করেছেন।অভিযোগ উঠেছে , কিরেন রিজিজু ভারতের রাজ্য এফএ(ফুটবল সংস্থা) সদস্যদের অনুরোধ করেছিলেন যে তারা ভাইচুং ভুটিয়াকে ভোট না দিতে। এই খবর সামনে আসতেই AIFF’র গোটা নির্বাচনী প্রক্রিয়া ঘিরে বিতর্ক দানা পাকিয়েছে।

উল্টো দিকে, কিরেন রিজিজুকে ঘিরে ওঠা বিতর্ক প্রসঙ্গে নব নির্বাচিত AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে প্রশ্নের উত্তরে AIFF প্রেসিডেন্টের দাবি, ফেডারেশনের ভোটের দিন অর্থাৎ ২ সেপ্টেম্বর কিরেন রিজিজুর হোটেলে ছিলেন, যেখানে দেশের সমস্ত রাজ্য এফএ’রা অবস্থান করেছিল। কিন্তু এরই পাশাপাশি নব নির্বাচিত প্রেসিডেন্ট কল্যাণ চৌবে মানবেন্দ্র সিং’র দাবি প্রত্যাখ্যান করেছে৷ কল্যাণ চৌবের এমন পরস্পর বিরোধী মন্তব্যের কারণেই ভোটারদের প্রভাবিত করার তত্ত্ব বেশি করে জোরালো হচ্ছে।

এখানে উল্লেখ্য যে, AIFF কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ফুটবল দিল্লির সভাপতি শাজি প্রভাকরণকে নতুন AIFF মহাসচিব হিসাবে নিযুক্ত করেছে।