Women’s World Cup: মহিলা বিশ্বকাপ ঘিরে বিতর্ক তুঙ্গে

চলতি বছর অক্টোবর মাসের ১১-৩০ তারিখ ভারতের মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের (Women’s World Cup) আসর। ভারত আয়োজক হওয়ার সুবাদে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের…

Controversy,FIFA, U-17 ,Women,World Cup

চলতি বছর অক্টোবর মাসের ১১-৩০ তারিখ ভারতের মাটিতে বসতে চলেছে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের (Women’s World Cup) আসর। ভারত আয়োজক হওয়ার সুবাদে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। বিশ্বকাপ আসরে খেলার জন্য চীন যোগ্যতা অর্জন করেছে। আর এখানেই তৈরি হয়েছে বিতর্ক।

ভারত-চীন সীমান্তের গালোয়ান উপত্যকাতে ড্রাগন সেনার পায়ের ছাপ পড়তেই ভারতীয় সেনাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে শি ঝিনপিং’র সেনারা। অরুণাচল প্রদেশ, তিব্বত নিয়েও ভারত চীন টেনশন কম নয়। এরমধ্যে আবার গালোয়ান ঘাটিতে চীনা সেনা বাহিনীর অনুপ্রবেশ ওই টেনশনকে বাড়িয়ে তুলেছে। ভারত জুড়ে চীনা পণ্য বয়কট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ নীতি দেশজুড়ে চীন বিরোধী হাওয়া তুঙ্গে। এমন আবহে চীনের অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল দল যদি ভারতে মহিলা বিশ্বকাপ খেলতে আসে তাহলে দেশজুড়ে বিতর্ক তৈরি হতে বাধ্য। যদিও এই ইস্যুতে ভারত সরকার এবং শি ঝিনপিংর প্রশাসন এখনও নিজেদের কূটনৈতিক অবস্থান পরিষ্কার করেনি।

Upbeat about U-17 Women's World Cup: Sunil Chhetri

২৬/১১ মুম্বই সন্ত্রাসের জেরে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ স্থগিত। তবে তৃতীয় পক্ষের মাটিতে ভারত ক্রিকেট ম্যাচ খেলেছে, পাকিস্তানের বিরুদ্ধে। গত টি ২০ বিশ্বকাপ এবং চলতি এশিয়া কাপে চোখ রাখলে তা পরিষ্কার,যা দুবাই’র মাটিতে আয়োজিত হয়েছে।

২০১৯ সালে চীন অনূর্ধ্ব ১৬ এএফসি টুর্নামেন্টে নিজেদের বিভাগে দ্বিতীয় হয়,অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের জন্য। সবুজ গালিচাতে ৯০ মিনিট লড়ে যোগ্যতা অর্জন করেছে। এখন চীনের ভারতে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে বিতর্ক দানা পাকিয়েছে।

সম্প্রতি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশে ২ সেপ্টেম্বর নির্বাচন ফেডারেশনের।

এআইএফএফ কার্যনির্বাহী কমিটির ক্ষমতা গ্রহণের জন্য গঠিত প্রশাসক কমিটির ম্যান্ডেট বাতিল করা হয়েছে এবং এআইএফএফ প্রশাসন এআইএফএফের দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, FIFA এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাসন প্রত্যাহারের। FIFA এবং AFC পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে বল গড়ানোর আগেই ভারতীয় ফুটবল বিতর্কে জড়িয়েছে,এখন চীনের ফুটবল দলের ভারতে আসা না আসা ঘিরে বিতর্কের জল গালোয়ান ঘাটি বিতর্ককে আরও বেশি করে উস্কে দেবে কি? জোর চর্চ্চা শুধু ভারত নয়,গোটা দুনিয়া জুড়ে।