রাজ্যে একাধিক বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের ঈঙ্গিত

সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এরই মাঝে এ সকল ঘটনার তদন্ত করুক এনআইএ, এই মর্মে কলকাতা হাইকোর্টে একাধিক…

সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এরই মাঝে এ সকল ঘটনার তদন্ত করুক এনআইএ, এই মর্মে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মালদহ ও বাসন্তীর বিস্ফোরণ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে মামলা করেন অনিন্দ্য সুন্দর দাস। এবার মঙ্গলবার সেই ঘটনাতেই রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, চলতি বছরের গত এপিল মাসে মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন গোপালনগর গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি বোমা বিস্ফোরণে আহত হয় ৫ শিশু। সেইসঙ্গে আহত হন পাশের জমি এক তৃণমূল নেতার। সেখানকার এক কুয়ো থেকে বোমা উদ্ধার হয় বলে জানা গেছে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি উঠেছিল কলকাতা হাইকোর্টে।

 

এর আগে মার্চ মাসে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে ঘটে বিস্ফোরণ। ফারুখ সর্দার নামে এক ব্যক্তির মৃত্যুও হয় ওই ঘটনায়।
মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। দুটি ঘটনায় এনআইএ তদন্ত করবে কি না সেটা কেন্দ্রের সিদ্ধান্ত বলে জানিয়েছে হাইকোর্ট।