T20 World Cup 2024 : নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ, ৪ গ্রুপে ২০ দল, প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম আসর। এবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে।…

T20 World Cup 2024

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) নবম আসর। এবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কানাডা। আগামী ৫ জুন থেকে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টের গ্রুপ বিবরণ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ২০টি দলকে পাঁচটি করে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি সব সময়ই আইসিসি ইভেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ। আগামী ৯ জুন নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার ম্যাচটি। ক্রিকেট মাঠে এটাই হতে পারে এ বছরের সবচেয়ে বড় লড়াই। এ ছাড়া গ্রুপ পর্বে পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

কবে কবে রয়েছে টিম ইন্ডিয়ার ম্যাচ?
৫ জুন – ভারত বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক
৯ জুন – ভারত বনাম পাকিস্তান (নিউইয়র্ক)
১২ জুন – ভারত বনাম যুক্তরাষ্ট্র
১৫ জুন – ভারত বনাম কানাডা (ফ্লোরিডা)

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সকল গ্রুপ:
‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।
গ্রুপ সি: নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, পিএনজি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নেপাল।