Bangladesh: ভোটের আগে বাংলাদেশে ট্রেনে আগুন, ফের একাধিক যাত্রীকে পুড়িয়ে ‘খুন’

ট্রেনে আগুন দিয়ে একাধিক যাত্রীকে খুন করল দুষ্কৃতিরা। বাংলাদেশে (Bangladesh) ৭ জানুয়ারি নির্বাচনের একদিন আগে ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি। একইভাবে গত ১৯ ডিসেম্বর ট্রেনে আগুন ধরিয়ে…

bangladesh Fire

ট্রেনে আগুন দিয়ে একাধিক যাত্রীকে খুন করল দুষ্কৃতিরা। বাংলাদেশে (Bangladesh) ৭ জানুয়ারি নির্বাচনের একদিন আগে ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি। একইভাবে গত ১৯ ডিসেম্বর ট্রেনে আগুন ধরিয়ে যাত্রীদের পুড়িয়ে মারা হয়েছিল। সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়। আর শুক্রবারের ঘটনায় রাত ১১.৩০ মিনিট পর্যন্ত ৪ জন মৃত। আরও অনেকে দগ্ধ।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। ট্রেনটি ভারত সীমান্তের বেনাপোল থেকে ছেড়ে ঢাকায় আসছিল।

   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেনাপোল এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছার আগে গোপীবাগ কাঁচাবাজার এলাকায়  একটি কামরায় আগুন দেখা যায়। গাড়িটি থামার আগুন নেভানোর চেষ্টা করা হয়। কয়েকজন এসে আগুন ধরিয়েছিল। এর আগে গত ১৯ ডিসেম্বর ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছিল দুষ্কৃতিরা।

বাংলাদেশ ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুন নেভানোর পর দেখা যায় ট্রেনটির চারটি কামরা জ্বলে গেছে। সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়।

এদিকে শনিবার থেকে  নির্বাচন বয়কটের জন্য হরতাল ডেকেছে বিরোধীরা। অভিযোগ, লোক দেখানো নির্বাচন হচ্ছে।হরতাল ডাকে বাংলাদেশের অন্যতম বিরোধী শিবির বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল সমর্থন করেছে আরও কয়েকটি দল ও সংগঠন। শাসক দল আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পারস্পরিক আসন সমঝোতা করে ভোটে অংশ নিচ্ছে।

বিরোধীদের ডাকা ভোট বয়কটের হরতাল কর্মসূচি শুরুর কিছু আগে ট্রেনে আগুন ধরানো ও একাধিক যাত্রীর পুড়ে মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সরগরম। আশঙ্কা, রবিবার নির্বাচনের দিন ব্যাপক রিগিং হবে। ভোট বয়কটের কর্মসূচি ঘিরে রক্তাক্ত সংঘর্ষ ছড়াতে পারে।