Kerala Blasters: ফেডারেশনের শাস্তি ঘোষণায় ক্লাব ক্ষমা চাইলেও ‘বিস্ফোরক’ কোচ

Ivan Vukomanovic, Head Coach of Kerala Blasters Football Club

গত ৩ মার্চ আইএসএলে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স ()। শুরু থেকেই এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা ছিল দুই দলের ফুটবলারদের মধ্যে। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু করেছিল দুই দল। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক থাকলেও ছন্দপতন হয় ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে। যখন কেরালার বক্সের বাইরে ফ্রি কিক পায় বেঙ্গালুরু এফসি।

এই সময় রেফারি বাঁশি দেওয়ার আগেই বল তুলে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। তারপর সেখান থেকেই তৈরি হয় যাবতীয় বিতর্ক। কেরালার ফুটবলাররা সকলে এই গোল বাতিলের আবেদন জানালে ও তা নাকোচ করে দেন সেদিনের ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। যা দেখে মেজাজ হারান কেরল কোচ ইভান ভুকোমানোভিচ (Ivan Vukomanovic)। খেলোয়াড়দের তুলে নেন মাঠ থেকে। যা দেখে হইচই পড়ে যায় স্টেডিয়াম জুড়ে।

   

পরিস্থিতির সামাল দিতে এগিয়ে আসেন ম্যাচ কমিশনারেট ও এফএসডিএলের এক কর্তা। তাদের অনুরোধ করা সত্ত্বেও আর মাঠে ফেরেনি কেরালা দল। যারফলে, আধঘণ্টা অপেক্ষা করেই বেঙ্গালুরু কে বিজয়ী ঘোষণা করে রেফারি। এই সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়েই ভারতীয় ফুটবল ফেডারেশনে দ্বারস্থ হয়েছিল কেরালা ব্লাস্টার্স। ম্যাচের রিপ্লে পাঠানোর পাশাপাশি রেফারির শাস্তির দাবি ও করা হয় তাদের তরফে। শেষ পর্যন্ত গত পড়শু নিজেদের সিদ্ধান্ত জানায় এই ভারতীয় ফুটবল সংস্থা।

এক্ষেত্রে সবদিক খতিয়ে দেখে কেরালা কে দোষী সাব্যস্ত করে তারা। পাশাপাশি কেরালার এই বিশৃঙ্খলা তৈরির অপরাধে ৪ কোটি টাকা জরিমানা করা হয় এফএসডিএলের তরফে। আরো জানানো হয়, এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে আরো ২কোটি টাকা অর্থাৎ সবমিলিয়ে ৬ কোটি টাকা জরিমানা দিতে হবে কেরল ম্যানেজমেন্ট কে। সেইসঙ্গে দলের কোচ ইভান ভুকোমানোভিচ কে ও ১০ ম্যাচ সাসপেন্ড ও অর্থ জরিমানা করা তাকে।

তারপরেই নিজেদের স্যোশাল সাইট থেকে একটি বিবৃতি জারি করে কেরালা। সেখানে গত বেঙ্গালুরু ম্যাচের বিষয়ে দুঃখ প্রকাশ করার পাশাপাশি এরকম ঘটনা পুনরায় না ঘটানোর কথা ও উল্লেখ করা হয়। আগামী ১৬ তারিখ থেকে সুপার কাপে নিজেদের অভিযান শুরু করবে কেরালা ব্লাস্টার্স। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। পুরোনো বিতর্ক ভুলে এখন সেই ম্যাচ জিততে মরিয়া ভুকোমানোভিচের ছেলেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন