নেপালের পথে চেন্নাইয়িন দলের এই ডিফেন্ডার, দেখে নিন

ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার তকমা থাকলেও কিছু বছর হতে চলল আগের মতো একেবারেই ছন্দে নেই অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।  ক্লাবে বড় মাপের…

fallou diagne

ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার তকমা থাকলেও কিছু বছর হতে চলল আগের মতো একেবারেই ছন্দে নেই অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।  ক্লাবে বড় মাপের কোনো ট্রফি আসেনি অনেকদিন। পরবর্তীতে দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ছাঁটাই করে নয়া কোচ আনা হলেও খুব একটা সুবিধে করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দল। শেষ সিজনে ও খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসি দলের।

যারফলে, খুব একটা খুশি হতে পারেনি সমর্থকরা। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হয় তাদের পুরোনো কোচ ওয়েন কোয়েলকে। এরপর নতুন করে সেজে উঠতে থাকে গোটা দল। যাদের মধ্যে অন্যতম হলেন রহিম আলী। পাশাপাশি রাফায়েল ক্রিভেলারোর মতো ফুটবলার ও রয়েছে এই দলে।

তবে এসবের মাঝেই এবার নিজের দল চেন্নাইয়িন এফসি ছাড়লেন দাপুটে ডিফেন্ডার ফ্যালু ডায়াগনে। গত ২০২২-২৩ মরশুমে চেন্নাইয়িন এফসিতে যোগদান করেছিলেন সেনেগালের এই তারকা ডিফেন্ডার। সেখানেই খেলেছেন একটা মরশুম। পরবর্তীতে তাকে নিয়েই নয়া মরশুমে এগোনোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। তার মাঝেই এবার দল ছাড়লেন বছর চৌত্রিশের এই ফুটবলার। যোগ দিলেন পড়শি দেশ নেপালের ধানগড়ি এফসিতে। যতদূর জানা গিয়েছে, আপাতত একটি মরশুমের জন্য সেই দলের হয়েই খেলবেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে চুক্তি বাড়াতে পারে এই নয়া ক্লাব কতৃপক্ষ। তবে চেন্নাইয়িন ছেড়ে সেখানে আদৌ কতটা সফল হন তিনি এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারত ছেড়ে নেপালের পথে পা দিয়েছেন আইলীগ জয়ী কোচ খালিদ জামিল। এমনকি লাল-হলুদের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার ও গিয়েছেন নেপালের এক ফুটবল ক্লাবে। এবার সেই পথেই ডায়াগনে।