Mohun Bagan: ক্লাবের জিমে নিজেকে প্রস্তুত করছেন এই সবুজ-মেরুন তারকা

আগামী আগস্ট মাসের মাঝামাঝি তে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে একে অপরের মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohan Bagan)

Asish Rai mohun bangan

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে হিরো আইএসএলের নতুন মরশুম। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঘর গোছানো শেষ করছে প্রত্যেকটি দল। তবে তার আগে আগামী আগস্ট মাসের মাঝামাঝি তে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে একে অপরের মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)।

পাশাপাশি কলকাতার আরেক প্রধান মহামেডান কেও লড়াই করতে হবে মুম্বাই সিটি সহ আরও একাধিক শক্তিশালী দলের বিপক্ষে। মহামেডান দল নিজেদের সিনিয়র দল নিয়ে কলকাতা লিগ খেলায় বাড়তি অ্যাডভান্টেজ পেলেও বাকি দুই প্রধানের অনুশীলনের দিকেই নজর সকলের।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনেক আগেই দলের সমস্ত বিদেশি ফুটবলারদের পাশাপাশি কোচদের এসে যাওয়ায় কথা থাকলেও ভিসা সমস্যার দরুণ তা সম্ভব হয়নি। আইএসএলের প্রত্যেকটি দলের ক্ষেত্রেই দেখা দিয়েছে এমনতর সমস্যা। যারফলে, ভারতে আসার ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে সময়। তবে বর্তমানে ভারতীয় ফুটবল ফেডারেশনের সক্রিয়তায় অনেকটাই মিটে গিয়েছে সেই সমস্যা।

যারফলে, এবার ভারতে উড়ে আসার পালা একে একে সকলের। সব ঠিকঠাক থাকলে এই নতুন সপ্তাহের মাঝামাঝি কিংবা শেষের দিকেই কলকাতায় চলে আসতে পারেন ইমামি ইস্টবেঙ্গলের নয়া কোচ কার্লোস কুয়াদ্রাত। তারপর দায়িত্ব নেবেন সিনিয়র দলের। পাশাপাশি কলকাতায় আসার কথা সবুজ-মেরুন ফুটবলারদের।

তবে সতীর্থ খেলোয়াড়দের আসার আগে এখন থেকেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মোহনবাগান তারকা আশিস রাই। এখন থেকেই মোহনবাগান ক্লাবের জিমে এসে নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ফুটবলার। গত মরশুমে হুয়ান ফেরেন্দোর অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি। সবুজ-মেরুন জার্সিতে জিতেছেন হিরো আইএসএল। তবে সেখানেই শেষ নয়, তার আগের মরশুমে মানালো মার্কুইসের হায়দরাবাদ দলের হয়ে ও আইএসএল জেতার নজির ছিল এই ফুটবলারের। এবারও তার উপর ভরসা রেখেই দল সাজাতে চাইছে বাগান ম্যানেজমেন্ট।