Chennaiyin FC: ইটালিয়ান মিডফিল্ডারকে দলে টানল চেন্নাইয়িন

বিগত কয়েক বছর ধরে একেবারেই নিজেদের ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানানোর পর থেকে আর কোনোভাবেই সাফল্যের মুখ দেখা হয়নি তাদের।

cristian battocchio

বিগত কয়েক বছর ধরে একেবারেই নিজেদের ছন্দে নেই চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানানোর পর থেকে আর কোনোভাবেই সাফল্যের মুখ দেখা হয়নি তাদের। শেষ আইএসএল মরশুমে ও লিগ টেবিলের ৮ নম্বরে থেকে নিজেদের অভিযান শেষ করেছে দক্ষিণের এই দলটি।

তবে এবারের এই নয়া ফুটবল মরশুমে সেই পুরোনো কোচ ওয়েন কোয়েলকে ফিরিয়ে এনে নিজেদের সুদিন ফেরানোর স্বপ্ন দেখছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন দল। সেইমতো একের পর তারকা বিদেশিদের চূড়ান্ত করার পাশাপাশি দেশিয় ব্রিগেডের উপর ও জোর দেয় টিম ম্যানেজমেন্ট।

বলতে গেলে দেশি ও বিদেশি তারকাদের এক শক্তিশালী বন্ধন তৈরি করাই অন্যতম লক্ষ্য তাদের। সেইমর্মে গত কয়েকমাস আগেই লাল-হলুদ দলের প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখার্জীকে দলে টেনে আনে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। পাশাপাশি দক্ষিণের অন্যান্য দল গুলি থেকে দুই প্রতিভাবান তারকা তথা প্রতীক কুমার সিং ও সাচু সিবেকে ও চূড়ান্ত করা হয় এই দলে। এছাড়াও ডুরান্ড কাপ ও হিরো আইএসএলের কথা মাথায় রেখে জর্ডান মারি ও কোনার শিল্ডের মতো তারকাদের সঙ্গে চুক্তি করা হয় আগামী দুইটি মরশুমের জন্য। এবার সেই তালিকায় যুক্ত হল ইতালির এক সেন্ট্রাল মিডফিল্ডারের নাম।

তিনি ক্রিশ্চিয়ান বাট্টোকিও। একটা সময় নিওয়েল ফুটবল ক্লাবের অনূর্ধ্ব ২০ দল থেকে উঠে এসেছিলেন এই তারকা। পরবর্তীতে ওয়াট ফোর্ড থেকে শুরু করে ভিটাস এনটেলে, টোকাশিমা ভর্ট সহ উনামের মতো শক্তিশালী দলের হয়ে খেলেছেন ৩১ বছরের এই তারকা ফুটবলার। এমনকি শেষ ফুটবল মরশুমে নিস জায়োনার মতো ক্লাবে ও খেলেছেন তিনি। সেখান থেকেই এবার প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছেন ক্রিশ্চিয়ান। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি ফুটবল মরশুমের জন্য তার সাথে চুক্তি করতে চলেছে এই আইএসএল জয়ী ফুটবল ক্লাব।