শত শত বই বন্যার জলে নষ্ট। সমস্যায় বইপ্রেমীরা। জ্ঞান সংগ্রহ করার বই ভাসছে জলে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বইয়ের পাতা। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের একমাত্র সরকারি গণগ্রন্থাগার। নষ্ট ৩৪ হাজার বই, ম্যাগাজিন, পত্রিকা ও প্রাচীন ইতিহাস সম্বলিত মূল্যবান নিদর্শন। অপূরনীয় ক্ষতির সম্মুখীন বাংলাদেশের (Bangladesh) জ্ঞানের এই সূতিকাগার।
জ্ঞানের আলো ছড়ানো বই ভাসছে বন্যার জলে। ইতিহাস ঐতিহ্যের ঘরে ঢুকেছে অশনি। গ্রন্থাগারের বারান্দা জুড়ে পড়ে আছে স্তূপাকার শত শত বই। ঘরের ভেতরে বইয়ের তাকে থাকা বইগুলোর একই অবস্থা। গল্প, উপন্যাস, ম্যাগাজিন, ছড়া সহ বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক বই ছিল এই লাইব্রেরীতে।
এই বইগুলি পড়ার জন্য দূর দূরান্ত থেকে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বহু বই প্রেমী মানুষ আসতেন। তারা তাদের পছন্দ সই বই বেছে নিয়ে টেবিলে বসে পড়তেন পড়ার জন্য। কখনো আবার কেউ কেউ নিয়ে যেতেন বাড়িতে। তবে গত ৭ আগস্ট বন্যার জলে তলিয়ে যায় গ্রন্থাগারটি। এর সঙ্গেই ভেসে যায় বহু বইপ্রেমী মানুষের আবেগ। হঠাৎ জল ঢুকে আসায় সরানো যায়নি কোনও কিছুই।
বন্যা নষ্ট হয় সেখানকার, কম্পিউটার, আসবাব পত্র, সহ বহু বই। গণ গ্রন্থাগারের উপপরিচালক জানান, বহু মূল্যবান বই উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে ভবিষ্যতের ক্ষয়ক্ষতি এড়াতে ভবন সম্প্রসারণ ও গ্রন্থাগারের পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক।
এই শত শত বই নষ্ট হওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে পাঠক কূলে। এখন তারা কিভাবে এই ক্ষতিপূরণ ভরাবে এই নিয়ে ব্যতিব্যস্ত। গ্রন্থাগারে বই পড়ার নিত্যদিনের অভ্যাসে যেন ইতি টেনেছে এই বন্যা। যা ভাসিয়ে নিয়ে গিয়েছে বহু মানুষের আবেগ।