ISL: জার্মান ফুটবলার এনে চমক দেওয়ার পথে চেন্নাই, কারা এই দুই তারকা?

গত মার্চে আইএসএল (ISL) শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে টুর্নামেন্টের দলগুলি। এক্ষেত্রে প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া এগিয়ে থাকলেও ধীরে ধীরে ময়দানে নামে মুম্বাই সিটি ও কেরালা ব্লাস্টার্স সহ কলকাতার দুই প্রধান।

Transfer News: Chennai to Sign Two German Footballers for ISL

গত মার্চে আইএসএল (ISL) শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে টুর্নামেন্টের দলগুলি। এক্ষেত্রে প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া এগিয়ে থাকলেও ধীরে ধীরে ময়দানে নামে মুম্বাই সিটি ও কেরালা ব্লাস্টার্স সহ কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দিনকয়েক আগেই পুরোনো কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কে বিদায় জানিয়ে দলের দায়িত্ব তুলে দিয়েছে সুনীলদের আইএসএল জয়ী করা কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তবে পিছিয়ে নেই চেন্নাইন এফসি।

বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী আইএসএল মরশুমের জন্য দুইজন জার্মান ফুটবলারকে দলে টানতে চলেছে অভিষেক বচ্চনের চেন্নাই। তারা হলেন টিম নিপিং ও আলেকজান্ডার নলেনবার্গার। উল্লেখ্য, বিগত বেশকিছু ধরেই সেরকম কোনো বড় মাপের ট্রফি জিততে পারেনি চেন্নাইন। গত ২০১৫ সালে শেষ ট্রফি ঢুকেছিল তাদের ক্লাবে। তারপর ২০১৯ সালে ইন্ডিয়ান সুপার লিগের একমাত্র দল হিসেবে এএফসি কাপের গ্রুপ স্টেজ অবদি পৌঁছতে পেরেছিল তারা। এরপর থেকে তেমন একটা ছন্দে দেখা যায়নি দলকে। এমনকি গত মরশুমের পারফরম্যান্স ও খুব একটা ভালো ছিলনা তাদের পক্ষে। মোট ২০ টি ম্যাচ খেলে ৭টি পরাজয়ের পাশাপাশি ৭টি জয় ও ৬টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করেছিল চেন্নাইন। যা থেকে সহজেই বোঝা যায় দলের পরিস্থিতি।

সেই কারণে আগামী মরশুমে শক্তিশালী দল করতে মরিয়া চেন্নাইন ম্যানেজমেন্ট। এইজন্য দুই জার্মান ফুটবলারের দিকে নজর পড়েছে তাদের। যারমধ্যে রয়েছেন সেন্টার ব্যাক তারকা টিম নিপিং ও লেফট উইঙ্গার আলেকজান্ডার নলেনবার্গার। বর্তমানে জার্মানির একটি জনপ্রিয় ফুটবল ক্লাব এসজি ডায়নামো ড্রেসডেনের হয়ে খেলছেন নিপিং। পাশাপাশি হেসেন ক্যাসেলের হয়ে ও খেলার অভিজ্ঞতা রয়েছে বছর তিরিশের এই জার্মান ডিফেন্ডারের।

অন্যদিকে, এসপিভিজিজি বাইরেউথের হয়ে খেলছেন বছর চব্বিশের তারকা উইঙ্গার আলেকজান্ডার। এই দলে খেলার পাশাপাশি এফভি ইলারটিসেনের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি লেফট উইঙ্গার হিসেবে খেলার পাশাপাশি রাইট উইঙ্গার হিসেবে ও যথেষ্ট দক্ষ এই তারকা ফুটবলার। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই মরশুমের জন্য এই দুই তারকা কে সই করাতে পারে চেন্নাইন এফসি।