Recurring Deposit: ৩০০০ টাকায় কোটিপতি, কিন্তু কিভাবে!

বর্তমানে আর্থিক মুদ্রাস্ফীতির বাজারে সঞ্চয়ের জন্য সকলেই টাকা জমা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কম সময়ে বেশি পরিমাণ সুদ পাওয়ার জন্য অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন কিন্তু অনেক সময় মিউচুয়াল ফান্ড আপনাকে সুরক্ষা দেয় না।

Indian Post Office RD: How to Become a Millionaire with Just Rs 3000?

বর্তমানে আর্থিক মুদ্রাস্ফীতির বাজারে সঞ্চয়ের জন্য সকলেই টাকা জমা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কম সময়ে বেশি পরিমাণ সুদ পাওয়ার জন্য অনেকেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন কিন্তু অনেক সময় মিউচুয়াল ফান্ড আপনাকে সুরক্ষা দেয় না। অর্থাৎ আপনার সারা জীবনের সঞ্চিত অর্থের ওপর একটা ঝুঁকি থেকেই যায়।

তাই সাধারণ মানুষ বরাবরই এমন এক প্রতিষ্ঠানের খোজে থাকেন যারা সুদের পাশাপাশি আপনাকে ঝুঁকি থেকেও রক্ষা করবে একই সাথে আপনার সঞ্চিত অর্থের ওপর খুব সহজেই আপনাকে মোটা টাকা ফিরিয়ে দেবে একটা সময়ের পর। বর্তমানে আমাদের দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো ভারতীয় ডাক বিভাগ এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক।

তবে অনেকেই জানেন না কিভাবে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি একটা বড় অর্থ রিটার্ন পেতে পারেন। চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে সহজেই আপনি কোটিপতি হতে পারেন। ভারতীয় আর্থিক বৈশিষ্ট্যগুলোতে যে সমস্ত যোজনা বিদ্যমান রয়েছে তার মধ্যে অন্যতম হলো আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট যা সহজে অল্প বিনিয়োগে সাধারণ মানুষকে রাতারাতি বড়লোক করে তুলতে পারে।

প্রথমত আপনাকে মাসিক তিন হাজার টাকার কিস্তিতে একটি আরডি একাউন্ট খুলতে হবে এবং সেই একাউন্ট চালু রাখতে হবে 30 বছরের জন্য পরে প্রত্যেক বছর সেই একাউন্টে আপনাকে ১০ শতাংশ হারে সঞ্চয় মাত্রা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ মাসিক ৩০০০ টাকা হিসেবে পরের বছর সেই অর্থ পৌঁছাবে ৩৩০০ টাকায়। একই সাথে আপনার সঞ্চয়ের উপর আর্থিক প্রতিষ্ঠান একটি বড় অংশের সুদ দেবে যা ৩০ বছর পর প্রায় কোটি টাকার উপর পৌঁছবে।