পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আপাতত এই খবর শুনতে পাওয়া যাচ্ছে। তবে PCB-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে…

Pakistan Cticket Team

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আপাতত এই খবর শুনতে পাওয়া যাচ্ছে। তবে PCB-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই খবর একেবারেই ভুয়ো। এমনটা একেবারেই হচ্ছে না।

গম্ভীরের পছন্দের দলে নেই কোনও ভারতীয়! রয়েছেন পাকিস্তানের তিন তারকা

   

বিবৃতি PCB-র
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কয়েকটি সংবাদমাধ্যম পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বিবৃতিতে ভুলভাবে ব্যাখ্যা করেছে। এটা খুবই হতাশাজনক। ওই মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ২০২৫ সালে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল পরিবর্তন করা হবে। এই খবরের একেবারে কোনও ভিত্তি নেই।’

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘পিসিবি আধিকারিকের সঙ্গে সংবাদমাধ্যমের যে কথাবার্তা হয়েছে, তা সহজেই আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এই ভিডিওয় পিসিবি চেয়ারম্যান স্পষ্ট উল্লেখ করেছেন যে তিনটে স্টেডিয়ামেই দ্রুত গতিতে কাজ চলছে। আমি নিশ্চিত যে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন যে স্টেডিয়াম সংস্কারের কারণে ঘরোয়া ম্যাচগুলো স্থানান্তর করা হতে পারে। তবে এরসঙ্গে আইসিসি টুর্নামেন্টের কোনও সম্পর্ক নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পিসিবি একেবারে প্রস্তুত।’

ইতিহাসের দুয়ারে জয় শাহ! আইসিসি চেয়ারম্যান হওয়ার পথ আরও মসৃণ অমিত-পুত্রের

‘আমরা আয়োজন করার জন্য প্রস্তুত…’
বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড যথেষ্ট দায়বদ্ধ। গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের আমরা একটা বিশেষ অনুভূতি দিতে চাই। সেকারণে আইসিসি-র কাছে আমরা নিজেদের পরিকল্পনাও পেশ করেছি।’ এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।