Champions League: উত্তেজক ম্যাচে পোর্তোকে পেনাল্টি শ্যুট আউটে হারাল আর্সেনাল

Champions League: পোর্তোকে রাউন্ড অফ ১৬’র ম্যাচে হারাল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে হয়েছে ম্যাচের নিষ্পত্তি। দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময়ে ফলাফল হয়েছিল…

Arsenal players race towards their goalkeeper David Raya after his second shootout save sealed their Champions League progress

Champions League: পোর্তোকে রাউন্ড অফ ১৬’র ম্যাচে হারাল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে হয়েছে ম্যাচের নিষ্পত্তি। দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময়ে ফলাফল হয়েছিল ১-১। অগত্যা ম্যাচের ভাগ্য নির্ধারণে পেনাল্টি শ্যুট আউট। পোর্তোর বিরুদ্ধে ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। পেনাল্টি বাঁচিয়ে তিনিই গানারদের জয়ের নায়ক।

ম্যাচে ১৩ মিনিটের মাথায় বেন হোয়াইটের হেডার প্রথমবারের মতো দিয়োগো কোস্তার পরীক্ষা নিয়েছিল। এছাড়া বুকায়ো সাকা ব্যক্তিগত দক্ষতায় প্রতিপক্ষ গোলরক্ষককে পরখ করে নেওয়ার কিছু সুযোগ পেয়েছিলেন। ইভানিলসন দু’বার দূর থেকে চেষ্টা করলেও ডেডলক ভাঙার জন্য সেটা যথেষ্ট ছিল না। ৪১ মিনিটে ট্রসার্ডের গোলে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। এই গোল হওয়ার পিছনে অন্যতম কারিগর মার্টিন ওডেগার্ড।

হাফ-টাইমের খেলায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। এই অর্ধে দুই দলই একে অন্যকে মাত দেওয়ার চেষ্টা করেছে। প্রায় সমানে সমানে হয়েছে ম্যাচ। বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস মাঠে নেমেই প্রভাব বিস্তার করতে শুরু করেন। দিয়োগো কোস্তা রুখে না দাঁড়ালে পোর্তোর জন্য এই ম্যাচ অনেক আগে শেষ হয়ে যেতে পারতো। সাকা এই ম্যাচে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন একাধিকবার। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে পোর্তোকে ৪-২ গোলে পরাস্ত করে আর্সেনাল।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ডেভিড রায়া বলেছেন, ‘দল সত্যি ভালো খেলেছে। মূল বিষয় হল আমরা ক্লিনশিট রাখতে পেরেছি। আজকের পারফরম্যান্স নিয়ে আমি সত্যি খুব খুশি। প্রথম লেগে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে জয় পাওয়া খুব বড় ব্যাপার। কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি আমরা।’