IND vs SA 2021-22: আজ বুধবার প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হতে পারে

Sports desk: বুধবার বিসিসিআই’র নির্বাচক প্যানেল দক্ষিণ আফ্রিকা (IND vs SA 2021-22) সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে৷ তবে অজিঙ্কা রাহানের দলে জায়গাটি নিরাপদ…

Indian squad to be announced

Sports desk: বুধবার বিসিসিআই’র নির্বাচক প্যানেল দক্ষিণ আফ্রিকা (IND vs SA 2021-22) সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে৷ তবে অজিঙ্কা রাহানের দলে জায়গাটি নিরাপদ মনে হলেও তিনি সহ-অধিনায়ক থাকবেন কি না তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

১৯ জানুয়ারি থেকে সিরিজ শুরু হওয়ার কারণে ওয়ানডে স্কোয়াড পরে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। ওয়ানডে ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। টানা ১২ বার ব্যর্থতার পর সহ-অধিনায়ক থাকা রাহানের পক্ষে কঠিন। এই কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই টেস্টে ফিটনেসের কারণ দেখিয়ে তাকে বাইরে রাখা হয়েছিল। সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার কাঁধে চাপানো হতে পারে সহ অধিনায়কের দায়িত্ব।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে ইশান্ত শর্মা আন্তজার্তিক ক্রিকেটে শতাধিক টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু ইশান্ত দীর্ঘদিন ধরেই ফর্মে নেই। জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি এবং উমেশ যাদবের সাথে প্রসিদ্ধ কৃষ্ণা ও আভেস খান সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে থাকতে পারেন শ্রেয়স আইয়ার, শুভমান গিল এবং হনুমা বিহারী।

প্রসঙ্গত, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ টেস্ট ম্যাচের সিরিজ হবে। এর পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলা হবে। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

২৬ ডিসেম্বর থেকে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে নামবে। তবে টি টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও কোনও স্থির সিদ্ধান্তের খবর আসেনি, কেননা প্রোটিয়ার্সদের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত সিরিজে কাটছাঁট করা হয়েছে ‘ওমিক্রন’ ভাইরাসের উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করে। অসমর্থিত সূত্রে খবর, কোভিড-১৯ ভাইরাসের এই নতুন প্রজাতির বাড়বাড়ন্ত দেখে সিরিজে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ওপরেও নিষেদ্ধাঞ্জা আরোপ হতে পারে, জমায়েত এড়ানোর জন্য কোভিড প্রটোকল মেনে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতের সম্ভাব্য দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পহ্ন (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব,প্রসিদ্ধ কৃষ্ণা , আভেস খান/দীপক চাহার, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, হনুমা বিহারী, অভিমন্যু ইশ্বরন/প্রিয়াঙ্ক পাঞ্চাল, জয়ন্ত যাদব।