আইপিএল ২০২৪-এর (IPL 2024) আগে আলোচনায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স সংক্রান্ত জল্পনা ক্রমাগত বাড়ছে। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ধর্মশালা টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। এখন তিনি মুম্বাই ফিরবেন কি না, সেটাও একটা বড় প্রশ্ন।
এর পরে ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি নামে পরিচিত খেলোয়াড় সূর্যকুমার যাদব সম্পর্কে একটি আপডেট এসেছিল। তিনি আইপিএল ২০২৪ এর প্রথম দুটি ম্যাচও মিস করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবার আরও একটি খবর মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আইপিএল শুরুর আগেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন জোফ্রা আর্চার।
আগামী ২২ মার্চ থেকে আইপিএল ২০২৪ শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আরসিবি বনাম সিএসকে। ২৪ মার্চ গুজরাটের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের তারকা বোলার জোফ্রা আর্চার আগেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আইপিএল খেলবেন না তিনি। কনুইয়ের চোটে ভুগছিলেন, যার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। যে কারণে এই মুহূর্তে তাঁকে আইপিএল খেলতে দেখা যাবে না বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আর্চারের বেঙ্গালুরুতে পৌঁছনোয় নানা প্রশ্ন উঠছে।
জোফ্রা আর্চার বেঙ্গালুরুতে আসার পরে সোশ্যাল মিডিয়া অনুরাগীদের মধ্যে বিভিন্ন জল্পনা ছড়িয়ে পড়েছে। তিনি ফের আইপিএলে ফিরে আসতে পারেন এমনটাও শোনা যাচ্ছে। এ ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও সবাই উড়িয়ে দিতে পারছেন না। এই খবরের সত্যতা কতটা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বেঙ্গালুরু পৌঁছে আর্চার নিশ্চিতভাবেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন। আর্চার যদি দল পরিবর্তন করেন, তাহলে বড় ধাক্কা খেতে পারেন হার্দিক পান্ডিয়া।