CFL: টালিগঞ্জ অগ্ৰগামীর বিপক্ষে একাধিক বদল মহামেডানের, কারা এলেন দলে?

গতবারের রীতি মেনেই এবার ও যথেষ্ট দাপটের সাথে কলকাতা লিগ (CFL) শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে ক্যালকাটা এফসিকে বড় ব্যবধানে হারিয়ে জয় রথ এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড।

Mohammedan SC

গতবারের রীতি মেনেই এবার ও যথেষ্ট দাপটের সাথে কলকাতা লিগ (CFL) শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে ক্যালকাটা এফসিকে বড় ব্যবধানে হারিয়ে জয় রথ এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। মাঝখানে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী দল ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও পরের ম্যাচ থেকেই ফের চেনা ছন্দে ধরা দিয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব।

বিগত কয়েক ম্যাচ ধরে টানা জয় পেয়ে চলেছে মহামেডান। উল্লেখ্য, কলকাতা লিগের গত ম্যাচে শক্তিশালী সার্দান সমিতির বিপক্ষে ও দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল ডেভিডরা। আজ ও সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। সেইমতো সাজানো হয়েছে একদশ।

তবে বেশকিছু বদল এসেছে দলের মধ্যে। যেখানে এবার গোল রক্ষকের ভূমিকায় থাকতে চলেছেন পদম। এছাড়াও এসেছেন জুইডিকা, জেমস ও গনেশ। এছাড়াও বাকি ফুটবলাররা হলেন যথাক্রমে দীপু, তন্ময়, বিকাশ, অভিষেক, লালরেমসাঙ্গ, অভিজিৎ। পাশাপাশি দলের অধিনায়কত্ব করবেন আদিঙ্গা। পাশাপাশি রিজার্ভ বেঞ্চে থাকছেন বাইকা, রাকিবুল, সামাদ ও আঙ্গুসানার মতো খেলোয়াড়রা।

উল্লেখ্য, গত বছরের শেষের দিক থেকে গত ম্যাচ পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছিলেন প্রাক্তন তারকা মেহরাজউদ্দিন ওয়াডু। তবে গতকাল রাতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সাদা-কালো ম্যানেজমেন্ট। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন শাহিদ রমন। তবে মেহরাজের অনুপস্থিতিতে আদৌ কোনো প্রভাব পড়ে কিনা সেটাই দেখার বিষয়।