CFL Title Race: মোহনবাগানের হাতে ইস্টবেঙ্গলের ভাগ্য

অন্যতম উত্তেজক কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) সাক্ষী থাকছেন ফুটবল প্রেমীরা। টুর্নামেন্টে অল্প কিছু বদল করার পর CFL এর জৌলুস এবার যেন আরো বেড়েছে।…

East Bengal 0-0 Jamshedpur FC

অন্যতম উত্তেজক কলকাতা ফুটবল লীগের (Calcutta Football League) সাক্ষী থাকছেন ফুটবল প্রেমীরা। টুর্নামেন্টে অল্প কিছু বদল করার পর CFL এর জৌলুস এবার যেন আরো বেড়েছে। সেই সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে কয়েক গুণ। কে চ্যাম্পিয়ন হবে সেটা জানার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে পয়েন্ট টেবিলের দিকে।

এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি তাতে আবারও কলকাতা ফুটবল লীগ জয় করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এখনই নিশ্চিত করা বলার সময় আসেনি। অন্তত একটা ম্যাচের দিকে নজর রাখতেই হবে। এই ম্যাচের ওপর আবার ইস্টবেঙ্গলের ভাগ্য অনেকটা নির্ভর করে রয়েছে।

   

 আরও পড়ুন: Calcutta Football League: বড় জয় ইস্টবেঙ্গলের, চার গোল তরুণ ফুটবলারের

খিদিরপুরের বিরুদ্ধে অবিশ্বাস্য ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। দশ দশটি গোল করেছে মশাল বাহিনী। প্রিয় ক্লাবের এরকম পারফরম্যান্স দেখে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। অল্প হলেও এখনও কিছুটা বদলাতে পারে চ্যাম্পিয়নশিপের অংক। শর্ত একটাই। পয়েন্ট হারাতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

কলকাতা ফুটবল লীগ খেতাব ও মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝে এখন শুধু মোহন বাগান সুপার জায়ান্ট। মহামেডানের বিরুদ্ধে মোহন বাগান জয় অর্জন করতে পারলে CFL জয়ের সমীকরণ নতুন করে কষতে হবে। সবুজ মেরুন ব্রিগেডও টুর্নামেন্টের শুরুটা ভালো করেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের মতো তারাও মোক্ষম সময় পয়েন্ট হাতছাড়া করে মহামেডান স্পোর্টিং ক্লাবের খেতাব জয়ের রাস্তা আরও সুগম করে দিয়েছে।