CFL : ইউনাইটেড স্পোর্টসের হয়ে নজর কাড়লেন আদিবাসী-ত্রয়ী

এবারের কলকাতা ফুটবল লিগে (CFL) রয়েছেন প্রচুর আদিবাসী ফুটবলার। মঙ্গলবার ইউনাইটেড স্পোর্টসের ম্যাচে নজর কাড়লেন দলের তিন খেলোয়াড়। পিয়ারলেসের বিরুদ্ধে ৫-১ গোলে ম্যাচ জিতেছে ইউনাইটেড…

United sports three tribe footballer

এবারের কলকাতা ফুটবল লিগে (CFL) রয়েছেন প্রচুর আদিবাসী ফুটবলার। মঙ্গলবার ইউনাইটেড স্পোর্টসের ম্যাচে নজর কাড়লেন দলের তিন খেলোয়াড়। পিয়ারলেসের বিরুদ্ধে ৫-১ গোলে ম্যাচ জিতেছে ইউনাইটেড স্পোর্টস।

আরও পড়ুন: রূপাই টুডু: বড় ক্লাবে খেলার স্বপ্ন নিয়ে এই প্রথম কলকাতা ফুটবল লিগে

ইউনাইটেড স্পোর্টসের প্রথম একাদশে ছিলেন তারক হেমব্রম, দিপেশ মুর্মু, বাসুদেব মান্ডি। গতকালের ম্যাচের নিরীখে বাসুদেবের কথা আলাদা করে বলতেই হয়। নিজের সেরা ফর্মে ছিলেন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। খেলা তৈরি করলেন, নিজে গোল করলেন। অনবদ্য গোল করেছেন পিয়ারলেসের বিরুদ্ধে।

আরও পড়ুন: East Bengal Club : কলকাতা ফুটবল লিগে দল না-ও খেলতে পারে

বৃষ্টির কারণে বারংবার ব্যহত হয়েছিল কল্যাণের মাঠে আয়োজিত ম্যাচ। বৃষ্টি কমলেও দৃশ্যমানতা ছিল কম। তার মধ্যেই হয়েছে ম্যাচ। মোট ৬ টি গোল। বৃষ্টি ভেজা কাদা মাঠে ফুটবল বাঙালির এক অন্য আবেগ।

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan : জল্পনা বাড়িয়ে কলকাতা ফুটবল লিগের নাম নিলেন না বাগান কোচ

তারক হেমব্রমের কথা নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। ছোটখাটো চেহারার এই ফুটবলার ইউনাইটেড স্পোর্টসের মাঝমাঠের হৃৎপিণ্ড। জোরে দৌড়তে পারেন, পায়ে কাজ রয়েছে। আক্রমণভাগের দিকে বাড়াতে পারেন ডিফেন্স চেরা থ্রু পাস। পিয়ারলেসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পিছনে রয়েছে তাঁর ভূমিকা। চমকপ্রদ পারফরম্যান্সের ভিড়ে মাঝে মধ্যে চাপা পড়ে যায় দিপেশ মুর্মুর নাম। ফুটবল দলগত খেলা। তাই তিনিও যদি নিজের জাত না চেনাতেন, তাহলে দল হিসেবে হয়তো এতো বড় জয় ইউনাইটেড স্পোর্টস অর্জন করতে পারতো না।