ATK Mohun Bagan : জল্পনা বাড়িয়ে কলকাতা ফুটবল লিগের নাম নিলেন না বাগান কোচ

নতুন মরসুমের আগে ইনস্টাগ্রাম লাইভে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। সেখানে গত মরসুম থেকে শুরু করে নতুন মরসুম, বিভিন্ন বিষয়ে…

Juan Ferrando

নতুন মরসুমের আগে ইনস্টাগ্রাম লাইভে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। সেখানে গত মরসুম থেকে শুরু করে নতুন মরসুম, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি। লাইভ সেশনে উঠে এসেছে আগামী দিনের বহু পরিকল্পনার কথা।

আগামী মরসুমে এটিকে মোহন বাগান কলকাতা ফুটবল লিগে খেলবে কি না সে ব্যাপারে জল্পনা বহু দিনের। ইনস্টা লাইভে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ব্জানিয়েছেন, নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে দলকে খেলতে হবে। ইন্ডিয়ান সুপার লিগ তো আছেই। সেই সঙ্গে ডুরান্ড কাপ, চ্যাম্পিয়নশিপ, সুপার কাপ রয়েছে। তার আগে দলকে তৈরি রাখতে হবে।

   

কিছু দিন আগে ছুটি কাটাতে গিয়েছিলেন জুয়ান। কিন্তু ছুটি সেই অর্থে কাটানো হয়নি। দল গঠন নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে। একাধিক ফুটবলারকে ক্লাব রিলিজ করেছে। নতুন ফুটবলারদের দল সই করিয়েছে। সব মিলিয়ে নতুন মরসুমেও আশাবাদী বাগানের স্প্যানিশ কোচ। গতবার খেতাব হাতছাড়া হলেও দলের খেলায় তিনি খুশি।

কথোপকথনে উঠে এসেছিল অতিমারি প্পরিস্থিতির কথা। গতবার একাধিকবার অতিমারি, জৈব বলয় ইত্যাদি কারণে ভুগতে হয়েছিল ক্লাবগুলোকে। বেড়েছিল চোট সমস্যা। সেই দিনগুলো এখনও ভোলেননি জুয়ান। নতুন মরসুমে এরকম কিছু হবে না বলে তিনি আশা করছেন। একই সঙ্গে জুনিয়র ফুটবলারদের তুলে নিয়ে আসার ব্যাপারে তিনি আশার আলো দেখছেন।