Carlo Ancelotti: প্রথম কোচ হিসেবে চ‍্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বিশেষ নজির গড়লেন আনসেল্লোত্তি

সদ‍্য ঘরের মাঠে ম‍্যানচেস্টার সিটি’কে দাপটের সাথে হারিয়ে চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনালে স্থান করে নিয়েছিলো রিয়াল মাদ্রিদ।ইউসিএলের ইতিহাসে অন‍্যতম সফল ক্লাব এদিন ফের আরও একবার স্থান…

Carlo Ancelotti

সদ‍্য ঘরের মাঠে ম‍্যানচেস্টার সিটি’কে দাপটের সাথে হারিয়ে চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনালে স্থান করে নিয়েছিলো রিয়াল মাদ্রিদ।ইউসিএলের ইতিহাসে অন‍্যতম সফল ক্লাব এদিন ফের আরও একবার স্থান করে নেয় টুর্নামেন্টের ফাইনালে,আর এই স্প‍্যানিশ ক্লাবের ফাইনালে স্থান নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম কোচ হিসেবে ৫ বার চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনালে পৌঁছনোর নজির গড়লেন এই ইতালিয়ান কোচ (Carlo Ancelotti)।

এদিন বার্ণাব‍্যুতে ম‍্যানসিটি’কে ৩-১ গোলে হারায় রিয়াল,দুই লেগ মিলিয়ে ৬-৫ ব‍্যবধানে রুদ্ধশ্বাস জয় পায় লস ব্ল‍্যান্কোস’রা।ম‍্যাচের অতিরিক্ত সময় এক অবিশ্বাস্য কামব‍্যাক করে বেঞ্জেমা’রা।

২০০৩ সালে প্রথম বার চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ের স্বাদ পান আনসেল্লোত্তি।এরপর বছর দুয়েক বাদে ইস্তাম্বুলের মাটিতে লিভারপুলের কাছে হার হজম করেছিলেন তিনি।এর বছর দুয়েক পর তার কোচিংয়ে এথেন্সে মধুর প্রতিশোধ নেয় এসি মিলান,লিভারপুল’কে হারিয়ে।এরপর রিয়াল মাদ্রিদে তার প্রথম মরশুমে ঐতিহ্যবাহী এই স্প‍্যানিশ ক্লাব’কে দশ নম্বর চ‍্যাম্পিয়ান্স লিগের খেতাব জিততে সাহায্য করেন তিনি।এবার ফের আরো একবার প‍্যারিসে অনুষ্ঠিত হতে চলা ফাইনালে রিয়াল’কে ফাইনালে যাওয়ার পথ দেখালেন তিনি।

ফুটবলের ইতিহাস অন‍্যতম সফল কোচ আনসেল্লোত্তি।সদ‍্য রিয়াল’কে চ‍্যাম্পিয়ান্স লিগ জেতানোর মধ্যে দিয়ে প্রথম কোচ হিসেবে ইউরোপের প্রথম সারির কোচ হিসেবে পাঁচটি বড়ো লিগ চ‍্যাম্পিয়ান হওয়ার নজির গড়েন তিনি।স্পেন,জার্মানি,ফ্রান্স,ইংল্যান্ড এবং ইতালির বিভিন্ন সব ক্লাবের হয়ে এই রেকর্ড গড়েন কার্লো।