Sports desk: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Captain Kohli) নিজের ব্যবহার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিও’তে দেখা গিয়েছে ভিনেস প্রভু নামে এক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপ্টেন কোহলি।
মুম্বই টেস্ট ম্যাচ চলাকালীন বিরাট কোহলি তার হোটেল রুম ছেড়ে টিম বাসের দিকে যাচ্ছিলেন, ওই সময় এক ব্যক্তি তার হাতে একটি পোস্টার ধরছিলেন। হোটেলের সিঁড়ি দিয়ে কোহলি নামতে শুরু করলেই ওই ব্যক্তি কোহলির দিকে তাকিয়ে বলেন, কোহলি ভাই আমার জন্মদিন। এই কথার প্রতিক্রিয়াতে বিরাট কোহলির বড় হৃদয়ের পরিচয় প্রকাশ্যে আসে টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে। বিরাট নিজের প্রতিক্রিয়াতে, ওই ব্যক্তিকে ‘জন্মদিনের শুভেচ্ছা’ জানান।
প্রসঙ্গত, কোহলি ২০১৯ সাল থেকে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি, যার কারণে ভক্তদের মন খারাপ। তবে বিরাট ভক্তরা আশা করছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির খরার অবসান ঘটাবেন কোহলি। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।