ISL: দুরন্ত লড়েও হেরে গেল এসসি ইস্টবেঙ্গল

Sports desk: আইএসেলের (ISL) লাস্ট বয় এফসি গোয়ার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে এসসি ইস্টবেঙ্গল ১৪ মিনিটে নোগুয়েরা আলবার্তোর করা গোলে পিছিয়ে পড়ে। গোল পেয়েই গোয়ার দল…

SC East Bengal lost against FC Goa

Sports desk: আইএসেলের (ISL) লাস্ট বয় এফসি গোয়ার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে এসসি ইস্টবেঙ্গল ১৪ মিনিটে নোগুয়েরা আলবার্তোর করা গোলে পিছিয়ে পড়ে। গোল পেয়েই গোয়ার দল তিলক ময়দান জুড়ে লাল হলুদ শিবিরের বিরুদ্ধে বেশি করে আক্রমণের চাপ বাড়িয়ে তোলে।

ঠিক এই সময়ে ম্যাচের স্রোতের প্রতিকূলে ২৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচ বক্সের বাইরে থেকে একটি স্ক্রীমার স্কোর করেন, যা পোস্টে আঘাত করে এবং জালে লেগে যায়। ১-১ গোলের সমতায় ফিরে আসে এসসি ইস্টবেঙ্গল, এফসি গোয়ার বিরুদ্ধে।

তবে এই স্কোরলাইন বেশিক্ষণ অটুট ছিলনা।৩২ মিনিটে পেনাল্টি থেকে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-২ এফসি গোয়াকে গোলের লিড এনে দেয় জর্জি ওর্টিজ। ৩৭ মিনিটে আমির ডারভিসেভিচের ফ্রি-কিক থেকে এসসি ইস্টবেঙ্গল ২-২ গোলের সমতায় ফিরে আসে, এফসি গোয়ার বিরুদ্ধে। চলতি আইএসএলে আমির ডারভিসেভিচ এটাই প্রথম গোল। ম্যাচের ৪৪ মিনিটে এফসি গোয়াকে গোলের লিড দেন আন্তোনিও পেরোসেভিচ। হাফ টাইমে এসসি ইস্টবেঙ্গল ২-৩ এফসি গোয়া। প্রথমার্ধে মোট ৫ গোল,রেফারির ম্যাচ বিরতির বাঁশি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়।৪৬ মিনিটে এসসি ইস্টবেঙ্গল দুটি পরিবর্তন করে। চিমা এবং আদিল খান মাঠে নামে অমরজিত সিং এবং অধিনায়ক টমিস্লাভ মৃসেলার বদলে।৫৯ মিনিটে লাল হলুদের হয়ে আন্তোনিও পেরোসেভিচের করা দ্বিতীয় গোলে এসসি ইস্টবেঙ্গল গোলের সমতায় ফিরে আসে, SCEB 3-3 FCG। এফসি গোয়ার প্রতিভাবান গোলকিপার ধীরাজ মোইরাংথেম ভারতীয় ফুটবলের সম্পদ, কিন্তু এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে নাস্তানাবুদ হলেও নিজের ফোকাসড ধরে রেখেছে।

৬৭ মিনিটে এফসি গোয়ার মাঝমাঠের ওপর থেকে এসসি ইস্টবেঙ্গলের দুরন্ত পাল্টা আক্রমণ। লাল হলুদের চিমা চুকুউ’র কাছে গোলের সুবর্ণ সুযোগ, কিন্তু ইভান গঞ্জালেজ সঠিক সময়ে শেষ মুহুর্তে বল ক্লিয়ার করে।ম্যাচের ৭৪ মিনিটে সাভিয়র গামার গোলপোস্ট লক্ষ্য করে ফ্লিক লাল হলুদ গোলকিপার সুভম সেনের গ্লাভসে বন্দী হয়।

৭৯ মিনিটে এফসি গোয়া এগিয়ে যায়। নোগুয়েরা আলবার্তোর করা গোলে এসসি ইস্টবেঙ্গলকে ৩-৪ গোলে উড়িয়ে দিয়ে এফসি গোয়া ম্যাচ জিতে যায়।নোগুয়েরা আলবার্তোর জোড়া গোল ১৪ এবং ৭৯ মিনিটে।