Calcutta League : লাল-হলুদ-পুলিশের ম্যাচ পিছল, কবে হবে জেনে নিন

আগের ম্যাচ সূচি অনুযায়ী চলতি মাসের ১০ তারিখ থেকে কলকাতা লিগের (Calcutta League ) অভিযান শুরু করার কথা ছিল লাল-হলুদের।

Calcutta League Update

আগের ম্যাচ সূচি অনুযায়ী চলতি মাসের ১০ তারিখ থেকে কলকাতা লিগের (Calcutta League ) অভিযান শুরু করার কথা ছিল লাল-হলুদের। সেখানে নিজেদের ঘরের মাঠেই প্রথম ম্যাচে মুখোমুখি হতে হত ওয়েস্টবেঙ্গল পুলিশের বিপক্ষে। তবে রাজ্যের পঞ্চায়েত ভোট থাকায় পিছিয়ে যাওয়ায় কথা আগেই শোনা গিয়েছিল। যার প্রধান কারন হিসেবে উঠে এসেছিল তাদের প্রতিপক্ষ ওয়েস্টবেঙ্গল পুলিশের মাঠে নামার অনিচ্ছা।

তাই গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশের এই ফুটবল দলের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয় বঙ্গীয় ফুটবলের এই সংস্থায়। তথা আইএফএ’র কাছে। সেখানে বলা হয়েছিল, যে আগামী ১০ জুলাই যাতে তাদের এই ম্যাচটি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায়। যার প্রধান কারন হিসেবে উঠে এসেছিল পঞ্চায়েত ভোটের ফলাফল।

গতকাল পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। আগামী ১১ তারিখ প্রকাশিত হবে এই নির্বাচনের ফলাফল। তারজন্য, পশ্চিমবঙ্গ পুলিশের বেশকিছু খেলোয়াড় কে পাবে না তাদের দল। সেই সময় রাজ্যের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে অধিকাংশ কে। যারফলে, ১০ তারিখ দল নামানো যথেষ্ট কঠিন হয়ে যাবে পুলিশ দলের ক্ষেত্রে।

সেজন্য ধরেই নেওয়া হয়েছিল , যে কলকাতা লিগের এই ম্যাচ বাতিল প্রায় নিশ্চিত। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তাহলে কবে অনুষ্ঠিত হবে এই ম্যাচ ? সেই নিয়েই এবার উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী ১০ তারিখের বদলে আগামী ১৭ তারিখ আয়োজিত হতে পারে ইস্টবেঙ্গল ও ওয়েস্টবেঙ্গল পুলিশের এই ম্যাচ। এক্ষেত্রে সেই পূর্ব নির্ধারিত সময়ের ভিত্তিতে ই ইস্টবেঙ্গল মাঠেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।