অবশেষে ভারতে লঞ্চ হলো Samsung Galaxy M34 5G, জানুন সমস্ত ফিচার

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত স্মার্ট ফোন নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো samsung। যদিও এই সংস্থা ভারতীয় বাজারে রাজত্ব করলেও আদতে এটি একটি…

বর্তমানে আমাদের দেশে যে সমস্ত স্মার্ট ফোন নির্মাণকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো samsung। যদিও এই সংস্থা ভারতীয় বাজারে রাজত্ব করলেও আদতে এটি একটি কোরিয়ান সংস্থা। কিন্তু তাতেও ভারতের সাধারণ মানুষ এই ব্র্যান্ডকে নিজস্ব করে নিয়েছে। তবে শুধু স্মার্টফোন নয়, বরং ভারতীয় বৈদ্যুতিক সামগ্রীর বাজারেও বেশ জাকিয়ে বসেছে samsung।

দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রায়ই তারা নিয়ে আসে বিভিন্ন স্মার্টফোন। সম্প্রতি ঠিক সেরকমই একটি স্মার্টফোন তারা প্রকাশ্যে নিয়ে এলো। Samsung এর পক্ষ থেকে জানাই গিয়েছে এই স্মার্টফোনটির নাম samsung galaxy m34 5g। যদিও এই একই স্মার্ট ফোন এর আগেও লঞ্চ করেছিল সংস্থা কিন্তু তাতে ছিল 4g কানেক্টিভিটি।

   

সংসার পক্ষ থেকে জানানো হয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড স্ক্রিনের সাথে থাকছে 6000 এমএইচ এর ব্যাটারি। একই সাথে দেখতে পাওয়া যাবে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার পক্ষ থেকে আপাতত দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি হল 6gb Ram এবং 128gb ইন্টারনাল স্টোরেজ অপরটি হল 8gb Ram এবং 128gb ইন্টারনাল স্টোরেজ।

যার দাম রাখা হয়েছে ১৭ হাজার টাকা থেকে শুরু করে ১৯ হাজার টাকা পর্যন্ত। একই সাথে মিলবে, অ্যান্ড্রয়েড 13 এর অপারেটিং সিস্টেম। ক্যামেরার দিক থেকেও পিছিয়ে নেই samsung galaxy m34 5g। জানা গিয়েছে এই স্মার্টফোনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। একই সাথে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।