IRCTC এর পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত

এবার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলো, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি আইআরসিটিসির পক্ষ থেকে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্রেন্টিস…

এবার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলো, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি আইআরসিটিসির পক্ষ থেকে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলের অধীনস্থ এই সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। প্রাপ্তি বাছাই করা হবে মেধা তালিকার ভিত্তিতে। প্রার্থী নিয়োগ করার জন্য কোন রকমের লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীদের দশম শ্রেণীর নাম্বার দেখে বাছাই করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হিউমান রিসার্চ ট্রেনিং এন্ড মিডিয়া-অর্ডিনেটর এক্সিকিউটিভ প্রকিউরমেন্টসহ একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে।

তবে নিয়োগ প্রক্রিয়া হবে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। তাছাড়া নিযুক্তদের অন্ধ্রপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানাসহ একাধিক রাজ্যের পাঠানো হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য। একই সাথে আরো বলা হয়েছে দশম উত্তীর্ণ প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে 7000 টাকা।

অন্যদিকে যারা স্নাতক পাশ তাদের মাসিক বেতন দেয়া হবে 9000 টাকা। আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোন বোর্ড থেকে দশম শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের নিজস্ব ওয়েবসাইটে। তারপরে নিজের নাম নথিভুক্ত করতে হবে।