Calcutta League: আটকে গেল মোহনবাগান, কালীঘাটের সঙ্গে ড্র মেরিনার্সদের

কলকাতা লিগে (Calcutta League) এই প্রথম ড্র করল মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগে কালীঘাট দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল কলকাতার এই প্রধান।

Mohun Bagan SG and Kalighat

কলকাতা লিগে (Calcutta League) এই প্রথম ড্র করল মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগে কালীঘাট দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল কলকাতার এই প্রধান। তবে গত কয়েক ম্যাচের জয় ধারা ব্যাহত হল এবার। নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার দরুণ আজ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল দুই ফুটবল ক্লাবকে।

আজ মোহনবাগানের হয়ে গোল করেন তারকা ফুটবলার সুহেল ভাট ও কালীঘাট দলের হয়ে গোল করেন চাঁদ মুর্মু। পূর্বে বিএসএসের বিপক্ষে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করেছিল ইমামি ইস্টবেঙ্গল। এবার সেই ছবি ধরা দিল পড়শি ক্লাবে।

   

আরও পড়ুন: Calcutta League: রেফারির সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুব্ধ বিনো জর্জ

তবে গত ম্যাচ গুলিতে অনবদ্য পারফরম্যান্স করে জয় পাওয়ার দরুন আজ শুরু থেকেই বাড়তি আত্মবিশ্বাস দেখা দিয়েছিল বাস্তব রায়ের ছেলেদের মধ্যে। তাছাড়া এই মরশুমে প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে আসায় সমর্থকদের উন্মাদনা ও ছিল প্রবলভাবে। তাই ম্যাচের শুরু থেকেই বল নিয়ে মাঝমাঠ থেকে বারংবার আক্রমণ শানানো শুরু করে মোহনবাগান দল। তবে মিসপাসের বহরে তাদের আটকে যেতে হচ্ছিল বারংবার। এছাড়াও গোলের সহজ সুযোগ হাতছাড়া করার খেসারত ও তাদের দিতে হয় আজকে।

আরও পড়ুন: Calcutta League: দলে ফিরলেন অতুল, মাঠে উপস্থিত লাল-হলুদের স্প্যানিশ কোচ

তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় ফাউল হয় কালীঘাট দলের অনুকূলে। সেখান থেকে পেনাল্টি পায় দল। ৩০ মিনিটের মাথায় সেই পেনাল্টি কাজে লাগিয়েই গোল তুলে নেন প্রতিপক্ষ দল। তারপর থেকে যতই সময় এগিয়েছে চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান। যারফলে প্রথমার্ধের একেবারে শেষলগ্নে এসে পেনাল্টি পায় মোহনবাগান। ৪৪ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করেন সুহেল ভাট।

আরও পড়ুন: Calcutta League: মেসির মতো ফ্রি-কিক থেকে গোল করে দলকে জেতালেন তীর্থঙ্কর

প্রথমার্ধের শেষে ১-১ গোল থাকে খেলার ফলাফল। দ্বিতীয়ার্ধে দল ফের আক্রমণাত্মক হয়ে উঠলেও ফিনিশ করা সম্ভব হয়না কারুর পক্ষে। যারফলে, শেষ পর্যন্ত সেই ১-১ গোলেই শেষ হয় আজকের ম্যাচ। যা দেখে কিছুটা হলেও অখুশি বাগান সমর্থকরা। তবে আজ শুধু খেলাই নয়। পূর্ব ঘোষণা অনুযায়ী মোহনবাগানের সিনিয়র দলের তারকা ফুটবলার জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকু ও অনুরুদ্ধ থাপার মতো ফুটবলারদের কে আনা হয় সমর্থকদের সামনে। যা সহজেই মন জয় করেছে সবুজ-মেরুন সমর্থকদের।