T20: আক্ষেপের সুর ক্যারিবিয়ান রাজপুত্রের গলায়

Sports Desk, Kolkata: ‘ক্যারিবিয়ান রাজপুত্র’, নামটা শোনা মাত্র চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ব্রায়ান চার্লস লারা। টি-২০ বিশ্বকাপ চলছে দুবাই’র মাটিতে। বিশ্বকাপের আবহে ব্রায়ান…

Brian Charles Lara

Sports Desk, Kolkata: ‘ক্যারিবিয়ান রাজপুত্র’, নামটা শোনা মাত্র চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ব্রায়ান চার্লস লারা। টি-২০ বিশ্বকাপ চলছে দুবাই’র মাটিতে।

বিশ্বকাপের আবহে ব্রায়ান লারা বলেন, “আমি এখন পিছনে ফিরে তাকাতে পারি এবং আশা করি আমি ১০ বছর পরে শুরু করে টি-টোয়েন্টি খেলতে পারি। কিন্তু আমি এটাও চাই যে আমি ১০ বছর আগে জন্মগ্রহণ করতাম যাতে, আমি সেই সময়ের সর্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ হতে পারতাম।”

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

লারা এও বলেন,”আমি যখন শুরু করেছি তখন আমি খুব খুশি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তখন নিম্নগামী ছিল, কিন্তু আমি বিশ্বাস করি এটাই ছিল আমার ভূমিকা… চেষ্টা করা এবং পতাকা উড়িয়ে রাখা। আমি আমার ১৭ বছরের কেরিয়ারে প্রতিটি মিনিট, সমস্ত টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং বিশ্বকাপ পছন্দ করতাম।”

নিজের আক্ষেপ জানাতে গিয়ে ক্যারিবিয়ান রাজপুত্র লারা বলেন,”একমাত্র হতাশা, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কখনো বিশ্বকাপ জিততে পারিনি।”