Indian Football: বড় সুযোগ পেলেন ইস্টবেঙ্গল বাতিল বাঙালি

দেশে ফুটবল (Indian Football) সম্প্রসারণের ব্যাপারে মন দিয়েছে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। সেই লক্ষ্যে জাতীয় স্তরে যুক্ত হচ্ছে নতুন নতুন ক্লাব। নতুন ক্লাবে নতুন সুযোগ পেলেন ইস্টবেঙ্গল বাতিল এক বাঙালি ফুটবলার।

Arindam Bhattacharya

দেশে ফুটবল (Indian Football) সম্প্রসারণের ব্যাপারে মন দিয়েছে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। সেই লক্ষ্যে জাতীয় স্তরে যুক্ত হচ্ছে নতুন নতুন ক্লাব। নতুন ক্লাবে নতুন সুযোগ পেলেন ইস্টবেঙ্গল বাতিল এক বাঙালি ফুটবলার।

দল বদলের বাজারে অনেকের মনে অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে প্রশ্ন ছিল। দেশের এক সময়কার সেরা গোলরক্ষকের তকমা দেওয়া হতো তাকে। ইন্ডিয়ান সুপার লীগেও নবীন ফুটবলারদের পাশে খেলে নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি। সেই অরিন্দম এখন নিজের কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন। বয়স ছুঁয়েছে ৩৩। তবুও তার দক্ষতার ওপর এখনও ভরসা করছে দেশের নতুন ফুটবল ক্লাব ।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, অরিন্দম ভট্টাচার্যকে দলে নিশ্চিত করেছে ইন্টার কাশি। ইন্টার কাশি ভারতীয় ফুটবলে নতুন ক্লাব। সব ঠিক থাকলে তাদের আই লীগ খেলতে দেখা যাবে। বেশ জোর কদমে দল গঠন করার কাজ শুরু করে দিয়েছে ক্লাব। ইতিমধ্যে স্কোয়াডে নিশ্চিত হয়েছেন নামী বিদেশি ফুটবলার। এবার যুক্ত হচ্ছেন কলকাতার অরিন্দম।

ইস্টবেঙ্গলের হয়েছে ইন্ডিয়ান সুপার লীগ খেলার সময় ফুটবল প্রেমীদের নজরে আরও বেশি করে এসেছিলেন অরিন্দম। আশা করা হয়েছিল লাল হলুদ জার্সি পরে আরো একটা দুর্দান্ত মরসুম কাটাবেন তিনি । সেটা আর হয়নি। কেরিয়ারের অন্যতম খারাপ সময় কাটিয়েছেন ২০২১-২২ মরসুমে। তারপরে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ধারাবাহিকভাবে খেললেও দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন তারা। আশা করা যায় নবাগত ইন্টার কাশি দলের নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠবেন অরিন্দম ভট্টাচার্য।