World Cup: এশিয়া কাপ চলাকালীন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ভারত

এশিয়া কাপ চলছে। এরই মধ্যে আসন্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের (World Cup) জন্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI।

India Drops Surprise: World Cup Squad Unveiled Amidst Asia Cup

এশিয়া কাপ চলছে। এরই মধ্যে আসন্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের (World Cup) জন্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। খুব একটা পরীক্ষানিরীক্ষা করার দিকে না গিয়ে তৈরি করা হয়েছে স্কোয়াড। বাইরে রাখা হয়েছে একাধিক তারকাকে।

বর্তমানে এশিয়া কাপ নিয়ে ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া। এখানেও পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে দল। নেপালের মতো তথাকথিত পিছিয়ে থাকা দলের বিরুদ্ধেও সেরা একাদশ মাঠে নামিয়েছিল ভারত। এশিয়া কাপের স্কোয়াড কার্যত অপরিবর্তিত রেখে পাঠানো হবে ক্রিকেট বিশ্বকাপের মহারণে। নেতৃত্বে রোহিত শর্মা। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তরুণ ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান। সুযোগ পেলেন না তিলক ভার্মা।

   

বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে যজুবেন্দ্র চাহলকে। সুযোগ দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। এছাড়া স্পিনারদের মধ্যে রয়েছেন অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। জাদেজা বল হাতে এখন ফর্মে রয়েছেন। নেপালের বিরুদ্ধে ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট। পেস বোলারদের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন, চোট কাটিয়ে ফিরে আসা জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্যভাবে লোকেশ রাহুলকেও দলে রাখা হয়েছে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।