ATK Mohun Bagan: সুপার কাপের অনুশীলন দেখতে ভিড় ফুটবলপ্রেমীদের, অনুপস্থিত এই মোহন-তারকা

আইএসএল শেষ করে এবার সুপার কাপেও (Super Cup) দারুন ছন্দে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালার মতো শক্তিশালী দলকে পরাজিত করেছে প্রীতমরা।

Mohun Bagan Club players practicing ahead of Super Cup

আইএসএল শেষ করে এবার সুপার কাপেও (Super Cup) দারুন ছন্দে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গোকুলাম কেরালার মতো শক্তিশালী দলকে পরাজিত করেছে প্রীতমরা। এবার প্রতিপক্ষ জামশেদপুর। তার আগেই অনুশীলনে যথেষ্ট ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এবার বিশেষ পদ্ধতি অবলম্বন করে খেলোয়াড়দের অনুশীলন করালেন বাগানের এই স্প্যানিশ কোচ। প্রথমে সুইমিংপুলে রিকোভারি সেশন সমাপ্ত করে মাঠে হাল্কা গা ঘামান দলের ফুটবলাররা।

তবে অনুশীলনে সক্রিয় থাকতে দেখা যায় প্রায় প্রত্যেকেই। হুগো বুমোস থেকে শুরু করে লিস্টন কোলাসো প্রত্যেকেই জোড় দিলেন মাঝমাঠে। অন্যদিকে মাঠে বসেই দলের অনুশীলন দেখলেন অধিনায়ক প্রীতম কোটাল। তবে সুপার কাপে জামশেদপুর ম্যাচের আগে অনুশীলনে হাল্কা ভাবে সতীর্থরা অনুশীলন করলেও পুরো দমে সক্রিয় থাকলেন দিমিত্রি পেত্রাতোস।

Mohun Bagan Club players practicing with fans ahead of Super Cup

উল্লেখ্য, সুপার কাপ অভিযান শুরু করার আগে একেবারে শেষ মুহূর্তে শহরে এসেছিলেন দিমিত্রি। যারফলে, কেরালা উড়ে যাওয়ার আগেই একমাত্র অনুশীলনে নেমেছিলেন তিনি। তাই কোঝিকোড়ে যথেষ্ট গা পরিশ্রম করতে দেখা গেল দিমিত্রি কে। সঙ্গ দিলেন তিরি। তবে এই অনুশীলনে উপস্থিত ছিলেন না বাগান ফুটবলার ফারদিন আলি।

অন্যদিকে এটিকে মোহনবাগানের অনুশীলন দেখতে ভিড় করেন কেরলের বেশকিছু ফুটবলপ্রেমীরা। অনুশীলন শেষে তাদের সাথে হাত মেলান সবুজ-মেরুন ফুটবলাররা। বিশেষ করে দিমিত্রি পেত্রাতোস ও তিরির সঙ্গে সেলফি তোলার ধুম দেখা যায় সেখানকার ফুটবলপ্রেমীদের মধ্যে। আগামী ১৪ ই এপ্রিল ইএমএস স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হবে ফেরেন্দো ব্রিগেড।