বরখাস্তের সম্ভাবনা মহামেডানের হেডকোচ আন্দ্রে চেরনশিভের

আইলিগে একের পর এক ম্যাচ হেরে যাওয়ার জের! মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) হেডকোচ আন্দ্রে চেরনশিভের (Andrey Chernyshov) ফুটবল বোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে…

Andrey Chernyshov Mohammedan SC

আইলিগে একের পর এক ম্যাচ হেরে যাওয়ার জের! মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) হেডকোচ আন্দ্রে চেরনশিভের (Andrey Chernyshov) ফুটবল বোধ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে রাশিয়ান এই কোচের।

সূত্রে জানা গিয়েছে, মহামেডান স্পোর্র্টিং তাদের রাশিয়ান প্রধান কোচ আন্দ্রে চেরনিশভকে বরখাস্ত করতে চলেছে। প্রাক্তন আই-লিগ চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনা যিনি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন৷

   

চলতি লিগ সেশনে সাদা কালো শিবিরের শুরুটা মোটেও আহামরি নয়। প্রথম দুই ম্যাচ,যা ছিল অধিনায়ক মার্কাস জোসেফদের কাছে অ্যাওয়ে ম্যাচ ওই দুই খেলাতেই হেরে যায় ব্ল্যাক প্যাহ্নর্সরা। পরের দুই হোম ম্যাচে মহামেডান মণিপুরের নারোকা এফসি এবং ট্রাউ এফসিকে হারালেও ধারাবাহিকতার অভাবে পরের দুটো অ্যাওয়ে ম্যাচ শ্রীনিদি ডেকান এফসি,চার্চিল ব্রাদার্সের কাছে হেরে যায় সেখ ফৈয়াজরা। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে পরে সাদা কালো শিবিরের ভক্তরা।

Advertisements

এর ওপর ঘরের মাঠে কেনক্রে এফসির বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ ড্র করায় কোপ বসতে চলেছে মহামেডান এসসি হেডকোচ আন্দ্রে চেরনশিভের ওপরে।বরখাস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাশিয়ান কোচের।