Jairo Rodrigues: ব্রাজিলের এই তারকা ফুটবলার যোগ দিল বেঙ্গালুরু ইউনাইটেডে

jairo rodrigues

আসন্ন মরশুমে বেঙ্গালুরু ইউনাইটেডে যোগদান করতে চলেছেন Jairo Rodrigues। ব্রাজিলের এই সেন্টারব‍্যাকের এর আগেও ভারতে খেলার অভিজ্ঞতা আছে,২০১৯-২০ মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন তিনি।

Advertisements

ব্রাজিলের বিখ‍্যাত ক্লাব স‍্যান্টোসে ছোটোবেলায় খেলেছিলেন এই ফুটবলার। ২০২১ সালে যোগদান করেছিলেন বুলগেরিয়ার ক্লাব বোতেভ ভ্রাস্তায়। ২০১৪ সালে তিনি যোগ দেন পর্তুগালের ত্রোফেন্স নামের ক্লাবে। পরের বছর আজেরবাইজানের নেফচি বাকুতে যোগ দেন।

   
Advertisements

এছাড়াও তিনি খেলেছিলেন সেফান, মন্টেডিও ইয়ামাগাটা, পেরসেলা লামোনগান, ফাবরিল,সান্তোরামের মতে বিদেশি সব ক্লাবে। শেষ খেলছিলেন রোমানিয়ার ক্লাব হুনেদোয়ারা’তে, যাদের হয়ে লিগ জিতেছিলেন। এবার বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে কতোটা কার্যকর ফুটবল খেলতে পারেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।