Hugo Boumous: এবার চোটের কবলে সবুজ-মেরুন তারকা ফুটবলার

সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বধ করার পর এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে মাজিয়া দলকে ও পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। দলের হয়ে দুইটি গোলই করেন অজি বিশ্বকাপার…

Hugo Boumous

সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বধ করার পর এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে মাজিয়া দলকে ও পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। দলের হয়ে দুইটি গোলই করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। ম্যাচের একেবারে প্রথমদিকে বাগান ব্রিগেড গোল করে এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষের দিকে বাগান ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলের ব্যবধান কমিয়ে যান মাজিয়ার দাপুটে ফরোয়ার্ড।

যারফলে, প্রথমার্ধে অমীমাংসিত ফলাফল বজায় থাকলেও দ্বিতীয়ার্ধে পূর্ন শক্তিতে আক্রমণ শুরু করে দুটি দল। বাগান ব্রিগেডের তরফ থেকে একের পর এক আক্রমণ সংগঠিত করা হলেও বারংবার তা আটকে দিতে থাকে প্রতিপক্ষের ফুটবলাররা।

তবে শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে এসে কামিন্সের করা গোল থেকেই জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। যারফলে খুশির আমেজ দেখা যায় দলের সমর্থকদের মধ্যে। তবে এসবের মাঝেই চিন্তা বাড়াচ্ছে হুগো বুমোসের চোট। হ্যাঁ, ঠিকই শুনেছেন বর্তমানে চোটের কবলে পড়েছেন এই তারকা মিডফিল্ডার। গতকাল ম্যাচের শেষে খেলোয়াড়দের স্টেডিয়াম ছাড়ার সময় মূলত পায়ের সমস্যা নিয়েই বেড়িয়ে যেতে দেখা যায় বাগানের এই মরোক্কান তারকাকে। যারফলে, নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে সবুজ-মেরুন শিবিরে।

আগামী ৭ই অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলবে কলকাতার এই প্রধান। বলাবাহুল্য, বুমোসের অনুপস্থিতি দলের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে প্রবলভাবে। তাই ম্যাচের আগে হুগো বুমোসের সুস্থতা কামনায় আপামর মোহন জনতা।