Chennaiyin FC: এই ব্রাজিলিয়ানের দিকে নজর চেন্নাইয়িন এফসির

হাড্ডাহাড্ডি লড়াইয়ের দরুন এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের টিকিট ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সামনে এবার চ্যাম্পিয়নশিপের লড়াই। সেখানেই এবার চূড়ান্ত সাফল্য পেতে চাইছে…

Brazilian footballer Elsinho

হাড্ডাহাড্ডি লড়াইয়ের দরুন এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের টিকিট ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সামনে এবার চ্যাম্পিয়নশিপের লড়াই। সেখানেই এবার চূড়ান্ত সাফল্য পেতে চাইছে ওয়েন কোয়েলের ছেলেরা। পুরনো সমস্ত হতাশা ভুলে এবার সফল হওয়ার লড়াই তাদের।

পাশাপাশি নয়া ফুটবল মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির। যাদের মধ্যে কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। এছাড়াও উঠে এসেছে জর্ডন মারির প্রসঙ্গ।

পাশাপাশি দেশীয় ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। সেইমতো খালিদ জামিলের জামশেদপুর এফসির দিকে। সেখানকার তরুণ ডিফেন্ডার পিসি লালদিনপুইয়ার সঙ্গে ইতি মধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক চললে আগামী সিজনে দক্ষিনের এই ফুটবল ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে এই দাপুটে ফুটবলারকে।

এবার সেই জামশেদপুর এফসির অন্যতম ভরসাযোগ্য ফুটবলার এলসিনহোর সাথে কথাবার্তা এগোতে শুরু করেছে ওয়েন কোয়েলের ফুটবল দল। যতদূর জানা গিয়েছে, সেটি অনেকটাই নাকি ইতিবাচক। তবে শুধু চেন্নাইয়িন এফসি নয়, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার কে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে এই মরশুমের নতুন দল পাঞ্জাব এফসি।‌

পাশাপাশি এই বিদেশী ডিফেন্ডারকে নিজেদের দলে ধরে রাখতে আসরে নেমে পড়েছে জামশেদপুর। শোনা যাচ্ছে, আগামী বেশ কয়েকটি সিজনের জন্য তাকে দলে রাখার জন্য আগ্রহ রয়েছে ম্যানেজমেন্টের। সেইমতো বিরাট অংকের প্রস্তাব পাঠানো হয়েছে তার কাছে। শেষ পর্যন্ত আদৌ কি সিদ্ধান্ত নেন এই ফুটবলার, সেটাই বড় বিষয়।