Weather: বাংলার ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, কলকাতার কী পরিস্থিতি?

দিনে ও রাতে একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে গুমোট গরম। এদিকে সকাল হোক বা দুপুর, বাইরে বেরোতে গেলেই হাঁসফাঁস করছেন বাংলার সাধারণ মানুষজন। একপ্রকার প্রতিদিন রেকর্ড গড়েই…

দিনে ও রাতে একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে গুমোট গরম। এদিকে সকাল হোক বা দুপুর, বাইরে বেরোতে গেলেই হাঁসফাঁস করছেন বাংলার সাধারণ মানুষজন। একপ্রকার প্রতিদিন রেকর্ড গড়েই চলেছে বাংলার আবহাওয়া (Weather)। বিভিন্ন জেলার পারদ ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই। খাস কলকাতার পারদও রীতিমতো ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বাংলা কার্যত এখন হিট চেম্বারে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলার পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গরমে নাজেহাল অবস্থা বাংলার। দক্ষিণবঙ্গের আজ ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলির পারদ আরও ৭ ডিগ্রি অবধি বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে কলকাতাতেও সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা। সকাল ১১টা থেকে বিকেল ৪টে অবধি বাড়ি থেকে না বেরোনর পরামর্শ জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বাংলার বেশ কিছু জেলা রাজস্থানের থর মরুভূমিকে বুড়ো আঙুল দেখিয়েছে তাপমাত্রার ক্ষেত্রে। 

পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, তাপমাত্রা প্রতিদিন যেন হু হু করে বেড়েই চলেছে। যদিও এই ভ্যাপসা গরমের মাঝেই পোয়া বারো হয়েছে উত্তরবঙ্গের। সেখানে জেলার পর জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এদিকে দক্ষিণবঙ্গের আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম।

জানা গিয়েছে, কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি।  আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ আরও ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলে আশঙ্কা। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত আগামী ৫ দিন আরও গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ।